লর্ডসের ঐতিহাসিক বিশ্বকাপ মুহূর্ত এবার সরাসরি বড় পর্দায়: প্রকাশ্যে ‘৮৩’য়ের টিজার

banner

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, শুক্রবার  ২৬ য়ে নভেম্বর, ‘৮৩’য়ের টিজার মুক্তি পেল। আগামী ৩০য়ে নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার, কিন্তু টিজার দেখেই দর্শকের মন মেতে উঠেছে। লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্তের  যে কোনোদিনও বড় পর্দায় দেখা মিলবে তেমন আশা কেউ করে নি বলেই চলে।

১৯৮৩ সালে লর্ডসের মাঠে, মাঠের গ্যালারি থেকে শুরু করে যারা সেইদিন টিভির সামনে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন শেষ মারটা কে মারে দেখার জন্য, সবার অপেক্ষার ঘোর কাটিয়ে সেইদিন ভারতীয় ক্রিকেট দল ইতিহাস তৈরী করেছিল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ করেছিল ভারত। গোটা ভারতবাসীর বুক সেদিন গর্বে ভরে উঠেছিল। এবার আবার সেই পুরোনো স্মৃতিকে চাঙ্গা করে দিলো রণবীর সিং অভিনীত ‘৮৩’।


রণবীর সিং কে দেখা গেল কপিল দেবের ভূমিকায়। চুলের ছাঁট, গলায় কালো সুতো, মোটা গোঁফ জোড়া, গায়ে ভারতীয় ক্রিকেট টিমের জার্সি, যেন হুবহু কপিল দেব। পরিচালক কবীর খান কিছুটা এই ভাবেই দর্শকের সামনে আনলেন রণবীরকে। দর্শক তো একেবারে আনন্দে আত্মহারা।

দু’বছর আগেই মুক্তি পেয়ে যেতো এই অসাধারণ সিনেমাটি, কিন্তু ওই কথায় বলে, ‘ভাগ্যের লিখন কে খণ্ডাবে?’ হঠাৎ করে অতিমারীর জন্য সব কিছু ওলট-পালট  গেল, আর মুক্তির সময় শেষমেশ পিছিয়ে এলো। অনেকবার ভাবা হয়েছিল, ডিজিটাল প্ল্যাটফর্মেই তবে মুক্তি পাবে এই ছবি। কিন্তু প্রযোজনা সংস্থার তরফে বড়পর্দায় মুক্তির কথাই বার বার বলা হয়েছিল। অবশ্য, বিশেষ চিন্তার কোনো কারণ নেই কারণ বড়দিনের মরসুমে আগামী ২৪য়ে ডিসেম্বরেই,২০২১ য়েই মুক্তি পেতে চলেছে সিনেমাটি।


‘৮৩’ তে কপিল দেবের স্ত্রি রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে,ভারতীয় টিমের ম্যানেজার মান সিং-এর চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান সৈয়দ কিরমানির চরিত্রে কাস্ট করা হয়েছে সাহিল খট্টর, আর তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভস্করের রোলে।কপিল দেবের চরিত্র আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য রণবীর সিং রীতিমতো কঠোর পরিশ্রম করেছেন। তিনি ১০দিন কপিল দেবের বাড়িতেই ছিলেন, তার হাঁটার ধরণ, কথা বলার ধরণ, ভাব-ভঙ্গিমা সব আয়ত্ত করে তবেই মাঠে নেমেছেন।

টিজার দেখে দর্শক আরো ব্যাকুল হয়ে উঠেছে, সিনেমা মুক্তি হওয়ার আসায় তারা রীতিমতো দিন গুনছেন হাতের আঙ্গুলের কর দেখে।


টিজারে একটি গুরুত্বপূর্ণ সিন(scene) দেখানো হয় যেখানে মদনলাল ভিভিয়ান রিচার্ডকে বল করেন, এবং রণবীর সিং ওরফে কপিল দেব এবং অভিনেতা যতীন সারনা ওরফে যশপাল ড্রপিং বলের দিকে চোখ রেখে সেটিকে ধরার লক্ষ্যে একে অপরের দিকে দৌড়াতে দেখা যায়, এবং শেষে কপিল দেব সেই ক্যাচটি নিঃসংকোচে ধরে ফেলেন।


কবীর খান বলেছেন, “আমরা লন্ডনের লর্ডস স্টেডিয়ামে পাঁচ দিনের জন্য শুটিং করেছি, শুধুমাত্র সদস্যদের জন্য লং রুমে প্রবেশ করেছি যেখানে আগে কোনও ক্যামেরা ছিল না, ড্রেসিং রুম এবং লকার রুম, তারপরে, সেই জায়গাতে পা রেখেছিলাম যেখানে কপিল দেব স্যারের হাতে সেই ঐতিহাসিক জয়ের জন্য ট্রফি তুলে দেওয়া হয়েছিল। আর তারপর? তারপর তারা সেই আসল ট্রফিটাই রণবীরের জন্যও এনেছিলেন। আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে জোরে “কাট” বলে চেঁচিয়ে উঠেছিলাম আর তখনই রণবীরও আনন্দে ভেঙে পড়েছিল।”

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Related News