বিস্ময় বালকের বিচিত্র প্রতিভাঃ

banner

#Pravati Sangbad Digital Desk:

অর্ণবের বয়স মাত্র ১৩ বছর। সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অর্ণব। রপ্ত করেছে ১৭ টি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। উঠে এসেছে খবরের শিরোনামে। অর্ণব রেকর্ড করেছে বলে অনেকের  মত। 
অর্ণব চতুর্থ  শ্রেণী থেকেই শুরু করেছিলেন কম্পিউটার শেখা। ১৩ বছর বয়সেই রপ্ত করে ফেলেছেন ১৭টি কম্পিউটার ল্যাাঙ্গুএজ। এত কম বয়সে ভাষা শিখেছেন তা সত্যি বিস্ময়কর। অর্ণবের মত, অটো পাইলটদের জন্য স্বল্প খরচে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ করতে চান।
শুধু অর্ণব একা নয়, এরকম আরও একজন বাচ্চা ২০১৮ সালে দুবাইয়ের এক সফটওয়্যার কোম্পানির  মালিকানার জন্য খবরের উঠে আসেন। কেরলের বাসিন্দা আদিত্য রাজেশ দুবাইতে একটি সফটওয়্যার ফার্ম চালান। তিনি মাত্র ৯ বছর বয়সে স্মার্টফোনের অ্যাপ তৈরি করেন।
আদিত্য পাঁচ বছর বয়সে কম্পিউটার শেখা শুরু করেন। আদিত্যের বয়স যখন পাঁচ বছর তখন  বাবা - মা কেরলের থিরুভিলা থেকে দুবাইয়ে নিয়ে যায়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News