Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পতনশীল উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে!! সৌর- বিকিরণই কি কারণ?

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

নসূর্য থেকে বেরিয়ে আসছে সৌরশিখা যা তছনছ করে দিচ্ছে উপগ্রহ কে; দুরন্ত বিকিরণের ফলে এতটাই প্রভাব পড়ছে উপগ্রহের উপর যে ভেঙে পড়ছে এবং ধাবমান পৃথিবীর অভিমুখে। বৈজ্ঞানিকদের মতামত প্রায় ১১ বছর পরপর এরকম অবাক করা ঘটনা ঘটে। এটি একটি ভয়ংকর মহাজাগতিক ঘটনা। মোটামুটি ১১ বছর পর পর সূর্য থেকে এরকম স্রোত বেরিয়ে আসে কিন্তু এইবারে তার প্রকটতা ভয়াবহ হয়ে উঠেছে। এটি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে বিজ্ঞানীরা দেখছেন প্রকট সৌরশিখার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে স্যাটেলাইটগুলি। এই সোলার ফ্লেয়ার হলো একটি  অন্যতম মহাজাগতিক ঘটনা।প্রসঙ্গত উল্লেখ্য  এই উপগ্রহের পতন কে আবার সোলার ফ্লায়ারও বলা হয়। সাধারণভাবে সূর্যের যে চৌম্বকীয় শক্তি থাকে তারই এক দীপ্ত বিস্ফোরণ হল সোলার ফ্লায়ার। এই মুহূর্তে এটি অতি ভয়ংকর আকার ধারণ করেছে কারণ সূর্যের অন্তঃস্থল এখন খুবই সক্রিয় আছে।  সাধারণত যখন সূর্যের ভিতরকার  চৌম্বকীয় শক্তি খুব প্রকট হয়ে ওঠে তখনই এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনার ব্যাপ্তির সময়কাল কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা অবধি হতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান
Related News