Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি রাখেননি! জেনে নিন কী সমস্যা হতে পারে

banner

journalist Name : Samata Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টই খোলাই হোক বা ফিক্সড ডিপোজিট কিংবা লকার ভাড়ার ফর্ম পূরণের সময়  নমিনির বাক্স ফাঁকা রেখেই  ফর্ম জমা দিয়েছেন!  নমিনি ছাড়াই খোলা হয়ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকার।  তবে চরম ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে।  যে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই নমিনি হিসাবে রাখা দরকার, ব্যাঙ্কের তরফেও এমনটাই বলা হয়ে থাকে।

নমিনি'র প্রয়োজনীয়তা?
কোনো আর্থিক বিনিয়োগ খাতে নমিনি রাখার একমাত্র কারণ যাতে গ্রাহক বা বিনিয়োগকারীর আকস্মিক মৃত্যু হলে,  আইনিভাবে ওই ব্যক্তির উত্তরাধিকারী সেই অর্থের অধিকারী হতে পারে। তবে ৯০ শতাংশ আমানতকারীই  উত্তরাধিকারীর নাম উল্লেখ করেননা। এর ফলে, উত্তরাধিকারীকে টাকা অধিকার পেতে যথেষ্ট বেগ পেতে হয়, এবং তা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সেই কারণেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে  নমিনি থাকা ভীষণ জরুরী।

কাকে করবেন নমিনি?
বিশ্বাসযোগ্য উত্তরাধিকারী কাউকে নমিনি করা যেতে পারে। সব সময় নিজের রক্তের কেউ বা নিজের সন্তানই  কেবল‌ নমিনি হতে পারে এমনটা নয়। তবে সাধারনত  মা-বাবা, স্ত্রী বা স্বামী, ভাই-বোন বা সন্তানকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি করা হয়ে থাকে। বেশ কিছু ক্ষেত্রে একাধিক নমিনি রাখারও সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে মৃত্যুর পরে কে কত শতাংশ টাকা পাবেন, তা ভাগ করে দেওয়ার সুযোগ থাকে। যদি তাতে টাকার শতাংশ ভাগ না করা থাকে, তবে সকল নমিনিই সম পরিমাণে টাকা পেতে পারেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি
Related News