Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পেগাসাস spyওয়্যার কান্ডে উততাল দেশ

banner

journalist Name : Abhinaba

#নয়াদিল্লি:

আবার শিরোনামে ইজরায়েলী সফটওয়্যার পেগাসাস ।ঘটনার সূত্র পাত ২০১৯ সালের নভেম্বরে। ইজরায়েলের বিরুদ্ধে পেগাসাস spyওয়্যার এর। মাধ্যমে আড়ি পাতার অভিযোগ ওঠে ।এই সফটওয়্যার নিমার্ণকারী সংস্থা এনেসো বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেইসময়। আর এবার পেগাসাস spyওয়্যার  কান্ডে উততাল ভারতের জাতীয় রাজনীতি। বিশ্বব্যপি জয়েন্ট অপারেশন দাবি করেছে ভারতের মোট ৪০ জন  সাংবাদিক  সহ ৩০০জনের ফোনে এই সফটওয়্যার ্যবহার করে আড়ি পেতে ছিল কেন্দ্র সরকার ।   এদের মধ্যে রয়েছেন একাধিক গোয়েন্দা আধিকারিক সহ বিচারপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী নাম।                                                                                                                                                                      
                                                                                                                                                                                                           ইজরায়েল অবশ্য এর দায় নিতে অসীকার করেছেন। তাদের দাবী এনএসও একটি বেসরকারি  সংস্থা।বিভিন্ন সরকারি এজেন্সি টাকার বিনিময়ে এই সফটওয়্যারটি কেনে এবং তাদের প্রয়োজন মত ্যবহার করে। তাই এর দায় ইজরায়েল সরকারের নয়। কারণ এই সফটওয়্যার তারা নির্মান করেছিল শিশু পাচার, জঙ্গি দমনের মত মানবতা পূর্ণ কাজের জন্যে। 


আসুন এবার জেনে নিই যে কি এই পেগাসাস সফটওয়্যার আর কিভাবেই বা এর হাত থেকে বাচবেন। পেগাসাস মূলত একটি হ‍্যাকি্ং সফটওয়্যার। এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন উভয়েই  হ‍্যাক করতে সখখম। এইয সফটওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক পাঠায়। ফোনের মালিক যদি সেই লিঙ্কে ক্লিক করে তাহলে সেই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল হয়ে যায়। যার দারা আপনার ব্যাঙ্কের সহ অন্যান্য যাবতীয় তথ্য চলে যায় হ‍্যাকারের কাছে। এছাড়া আপনার gps লোকেশন track করে আপনি কখন কোথায়  যাচ্ছেন তাও জেনে নিতে পারে এই সফটওয়্যার। কোনো কোনো খেতরে আপনার বায়োমেটিক তথ্য ও ফাঁস হয়ে যেতে পারে। এই সফটওয়্যার থেকে রক্ষা পেতে হলে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। কোন অজানা লিঙ্কে ক্লিক করবেন না।


ফোনের সফটওয়্যার নির্দিষ্ট সময় অনতর আপডেট করুন। দরকার ছাড়া ফোনের লোকেশন,ওয়াই ফাই, Bluetooth, বন্ধ রাখুন। যে কোন আ্যপ ইনস্টলের সময় যে  অনুমতি চায় তা ভালো করে পড়ে তবেই অনুমতি দিন।  পেগাসাস ফোনে ইনস্টল হবার 60দিন পর্যন্ত যদি server এর কাছ থেকে কোন অনুমতি না পায় তবে আপনা আপনি নিজেকে ধ্বংস করে দেয়। সেজন্যে যতটা সম্ভব সতর্ক থাকুন আর অযথা দুশ্চিন্তা করবেন না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News