নয়া পরিবহনব্যবস্থা কলকাতা পৌরসভার উদ্যোগে, মেট্রো কেন্দ্রিক পরিবহন কোলকাতায়

banner

#Pravati Sangbad Digital Desk:

অন্য ধাঁচের পরিবহন ব্যবস্থা নেয়ার প্রস্তাব রাখলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মেট্রো পরিষেবা কে আরো উন্নত করতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে ব্যবহারযোগ্য গড়ে তোলার জন্য নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। শহরের মধ্যে চলা সমস্ত বাস এবং অটো কে মেট্রোমুখি গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে কলকাতার মেয়র এর পক্ষ থেকে। শ্রী ফিরহাদ হাকিম বলেন এই ব্যবস্থা করার একমাত্র কারণ হলো মেট্রোর কাছাকাছি সাধারণ মানুষের পৌঁছানোটাকে আরও সহজলভ্য করে তোলা। তিনি বলেন প্রতিদিন অনেক মানুষই কলকাতার বাইরে থেকে আসা এবং যারা কলকাতার অসম্ভব যানজটপূর্ণ রাস্তা এড়াতে মেট্রোকেই প্রধান পরিবহন ব্যবস্থা হিসেবে অবলম্বন করেন। এই পদ্ধতিটির নাম হল 'ফিডার সিস্টেম'। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটি মেট্রো স্টেশনের সামনে ফিডার সার্ভিস চালু করা হবে সেটা বাস হোক বা অটো। এতে সাধারণ মানুষ  অতি সহজেই মেট্রোতে চলাচল করতে পারবে। এই ফিডার ব্যবস্থা অনেক আগে থেকেই মুম্বাইতে চালু ছিল। কলকাতাতেও খুব দ্রুতই  বাস্তবে পরিণত করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এই-ব্যবস্থাপনা কে নিয়ে তিনি আরো অনেক কিছু বলেন, তিনি বলেন কলকাতায় উত্তরোত্তর বেড়েই চলেছে যানবাহন। কলকাতায় ফাঁকা জায়গা বলতে মাত্র 7 শতাংশ। অধিকাংশ রাস্তায় সেইজন্য যানজটপূর্ণ এবং ভবিষ্যতে তা আরো  বাড়বে। যানজট এড়াতে একাধিক উড়ালপুল তৈরি করা হলেও ফিডার সিস্টেম সবকিছুর একটি বিকল্প ব্যবস্থা । তিনি জানান 2030 সালের মধ্যে সব বাসই ব্যাটারি চালিত হয়ে যাবে এবং সেই সবগুলোকে মেট্রোর সাথে যুক্ত করে দেওয়া হবে। একাধিক জায়গা থেকে আসা মানুষকে সরাসরি মেট্রোর সাথে যুক্ত করে দেবার জন্যই এই পরিকল্পনা। আমি ওর জানান সব মেট্রো রেলগুলোর সাথেই ফিডার সার্ভিস যুক্ত করে দেওয়া হবে, একদিকে যেমন কামারহাটি থেকে ফিডার সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত সেরকম ব্যারাকপুর থেকেও থাকবে ফিডার সার্ভিস মেট্রো রেলের সাথে যাত্রীদের যুক্ত করার জন্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News