Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

রাইসিনা রণে সন্মুখ সমরে দ্রৌপদী-যশবন্তঃ পাল্লা ভারী কার দিকে?

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

বেজে উঠেছে রাষ্ট্রপতি নির্বাচনের দামামা। কার পরবর্তী ঠিকানা হবে রাইসিনা হিলস? অধীর আগ্রহে ঈর অপেক্ষায় দিন গুনছে দেশবাসী। ইতিমধ্যেই শাসকগোষ্ঠী( এন.ডি.এ জোট সরকার) এবং বিরোধী উভয়-পক্ষই যথাক্রমে তাঁদের প্রার্থীদের মনোনীত করেছেন; শাসকগোষ্ঠীর তুরুপের তাস ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মূর্মূ ,অন্যদিকে বিরোধীরা  রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা কে। মঙ্গলবার বিজেপির পার্লামেন্টারি বোর্ড-এর তরফে ডাকা একটি বৈঠকে শ্রীমতী মূর্মূর নাম মনোনীত করেন দলীয় শীর্ষস্থানীয়রা। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন যিনি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন,তাঁর পদাঙ্ক অনুসরন করবেন শ্রীমতী মূর্মু তাঁর শিক্ষাগত কৃতিত্বের দিক দিয়ে ,এমনটাই বক্তব্য ও বিশ্বাস বিজেপি সভাপতি শ্রী জে.পি.নাড্ডার। এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রার্থীর রাজনৈতিক ও প্রশাসনিক লেখচিত্র।
শ্রীমতী দ্রৌপদী মূর্মূ
মনোনয়নকারী দলঃ বিজেপি(এন.ডি.এ জোট)
রাজনৈতিক,প্রশাসনিক কর্ম-লেখচিত্রঃ 
শিক্ষাক্ষেত্র থেকে রাজনীতিতে প্রবেশ পৌরমাতা হিসেবে, এরপর বিধায়ক এবং পরিশেষে মৎস্য ,বাণিজ্য পশুপালন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্তি
শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে ‘নীলকণ্ঠ পুরস্কারপ্রাপ্তি’ ২০০৭ এ
২০১৫-২০২১ সময়কাল পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল পদে আসীন ছিলেন।

অন্যদিকে বিরোধীগোষ্ঠীর তরফে শ্রী সিনহা কে নির্বাচন করার সিদ্ধান্ত অনেকটাই প্রলম্বিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তিন রাজনৈতিক ব্যাক্তিত্ব(যথাক্রমে এনসিপি সভাপতি শ্রী শরদ পাওয়ার, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ফারুখ আব্দুল্লাহ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী মহাশয় ) লড়তে রাজী না থাকার দরুন ইউপিএ সহ বিরোধীগোষ্ঠীগুলির দফায় দফায় বৈঠকের পর সর্বসন্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তে শ্রী সিনহা কে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তার প্রশাসনিক ও রাজনৈতিক পশ্চাৎপট এইরুপঃ
প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের সময়ে অর্থ-মন্ত্রকের দায়িত্ব প্রাপ্তি
১৯৯৮-২০০২ অর্থাৎ যখন প্রধানমন্ত্রী পদে আসীন শ্রী অটলবিহারী বাজপেয়ী ,তখন অর্থমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত
২০০২-২০০৪ সময়কাল পর্যন্ত তিনি বিদেশমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ যোগদান ১৩-ই মার্চ ,রাষ্ট্রপতি নির্বাচনের স্বার্থে দলত্যাগ ২১-শে জুন ২০২২ 
প্রাক্তন এই আইএএস অফিসারের ২৪ বছরের বহুমুখী অভিজ্ঞতা নাকি প্রথম আদিম অধিবাসী মহিলা রাষ্ট্রপতি  কার দখলে মসনদ?! সপক্ষে যে যুক্তিগুলোর তুল্য-মুল্য বিচার হতে পারে একদিকে অনগ্রসর শ্রেণীর বঞ্চনা,ক্ষোভ অনেক না পাওয়ার বিরুদ্ধে লড়াইকে প্রতিষ্ঠা, অন্যদিকে আক্ষরিক অর্থেই পক্ককেশ ,অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি কিনা বৈদেশিক সম্মন্ধ এবং প্রভূত বিষয়ে এবং রাজনীতির খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল তাঁর অস্তিত্ব। ১৮-ই জুলাইয়ের দ্বৈরথে রাইসিনা হবে কার? জবাব দেবে সময়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ নির্বাচন রাজনৈতিক
Related News