বার্ধক্যে মানসিক স্বাস্থ্য নজরে রাখার বিশেষ পরামর্শ চিকিৎসকদের

banner

#Pravati Sangbad Digital Desk:

বার্ধক্যে বিভিন্ন রোগের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমানভাবে দেখার প্রয়োজন আছে বলে জানাচ্ছে চিকিৎসা বিজ্ঞান। বয়স বৃদ্ধির সাথে সাথে মানসিক অবসাদে ভুগতে থাকে বেশিরভাগ মানুষ। এতদিন পর্যন্ত বর্তমান প্রজন্মের সাথে বয়স্কদের মানসিক অবসাদের হারটা মেলানো যেত না কিন্তু এখন দেখা যাচ্ছে পাল্লা দিয়ে বয়স্কদের হচ্ছে মানসিক অবসাদ জনিত সমস্যা। ডিমেনশিয়া তে বয়স্ক মানুষদের ঠিক কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা করেছেন অ্যাপেলো মাল্টি স্পেশালিস্ট হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ।

মানসিক অবসাদ জনিত কারণে যাদের যাদের চিকিৎসা হয় তাদের উপর ২০১৫-১৬ সালে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণা হয় এবং যাতে দেখা গিয়েছিল সব মিলিয়ে মাত্র ১৫ শতাংশ মানুষের এই রোগের সঠিক চিকিৎসা হয়েছে। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে বয়স্কদের এই মানসিক অবসাদ কে কোন কারনে এড়িয়ে যাওয়া হয় ফলে দেখা যায় বেশিরভাগ ষাটোর্ধ্ব মানুষই তাদের বার্ধক্যজনিত অবসাদে ভোগে। বয়স কালে অনেক মানুষকে পরিবারের লোকের কাছে বিরক্তির শিকার হতে হয় সেখানে তাদের বিভিন্ন অবসাদ জনিত সমস্যা থেকে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেক মানুষই সমানভাবে গুরুত্ব চায় সম্মান চায় কিন্তু পরিবারের বয়স্ক সদস্যদের সব সময় তুচ্ছ-তাচ্ছিল্যের  শিকার হতে হয়। এর ফলে তাদের স্মৃতিভ্রম উদ্বেগ দুশ্চিন্তা প্রভৃতি জিনিস হতে থাকে।। বর্তমান প্রজন্মের পাশাপাশি বয়স্কদেরও এই রোগকে কে সমানভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যার ফলে বয়স্কদের আর্থারাইটিস ব্লাড প্রেসার ডায়াবেটিস হাইপারটেনশন প্রভৃতি বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে। এই রোগের বিপরীতে চমকপ্রদক ফল দেখিয়েছে অ্যাপেলো মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। দীর্ঘ কয়েক বছর ধরে বয়স্কদের মানসিক অবসাদ দূরীকরণের চিকিৎসায় সাফল্য দেখিয়েছে অ্যাপেলো। পাশাপাশি উপদেশ দিয়েছে কোন বয়স্ক কে বার্ধক্যজনিত বিষাদ ভুগতে দেখলে যথাসাধ্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News