মোদি সরকারের পক্ষ থেকে ফ্রিতে সেলাই মেশিন সকল মহিলাকে, দেখে নিন কিভাবে পাবেন

banner

#Pravati Sangbad Digital Desk:

বিভিন্ন খাতে যোজনার পর এবার প্রধানমন্ত্রী শুরু করতে চলেছে পিএম ফ্রী সেলাই মেশিন যোজনা। প্রধানমন্ত্রী লক্ষ্য অনুযায়ী এই খাতে মহিলাদের দেওয়া হবে সেলাই মেশিন। সাধারণভাবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া দরিদ্র মহিলাদের এবং শ্রমিক মহিলাদের স্বনির্ভর করতে এই পদক্ষেপ কেন্দ্র সরকারের। এই সুবিধা নেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে কারা পাবে এবং কিভাবে আবেদন করা যাবে। আর্থিক ভাবে পিছিয়ে পরা ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোন মহিলা এই মেশিন পাবে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল (স্বামীর বার্ষিক আয় ১২ হাজারের মধ্যে হতে হবে) তারা ছাড়াও বিধবা এবং প্রতিবন্ধী মহিলারাও এই সুবিধা পাবেন। সেলাই মেশিন পাওয়ার জন্য আবেদন করতে যাবতীয় নথি যেমন জন্মের শংসাপত্র, আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজ ফটো কমিউনিটি সার্টিফিকেট মোবাইল নাম্বার প্রভৃতি লাগবে এছাড়াও যারা প্রতিবন্ধী তাদের জন্য অক্ষমতা শংসাপত্র এবং বিধবাদের বিধবা শংসাপত্র দেখিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ভারত সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে ফরম ডাউনলোড করে তা সঠিক নথি দিয়ে পূরণ করতে হবে। এরপর ফ্রী সেলাই মেশিন যোজনার ফরমটি এলাকার নিকটবর্তী সরকারি অফিস যেখানে এই স্কিম টি চলছে সেখানে গিয়ে জমা দিতে হবে। আবেদন করার পর সরকার সমস্ত তথ্যটি যাচাই করে দেখবেন এবং তা সম্পূর্ণ সঠিক মনে হলে তাকে ফ্রিতে সেলাই মেশিন দেবে। জানা গেছে সারা দেশজুড়ে ৬০ হাজারেরও বেশি মহিলাদের ফ্রিতে সেলাই মেশিন বিতরণ করা হবে। সাধারণত গ্রামীণ এবং সাধারণভাবে পিছিয়ে পড়া অঞ্চলের মেয়েদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই পদক্ষেপ। এরকম একটি সেলাই মেশিন পেলে মহিলারা নিজেদের ছোটখাটো চাহিদা মেটাতে পারবে, হাতে দুটো অর্থ আসবে এছাড়া বিনামূল্যে পেলে তা মানুষকে অনেক উৎসাহিত করবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News