Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

টেট দুর্নীতিঃ ২৬৯ জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল হাইকোর্ট

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

২০১৪ সালের প্রাথমিক টেট দুর্নীতি মামলায় ২৬৯ জন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন,  দুর্নীতির অভিযোগ সত্য এবং তাঁর প্রমান পাওয়া গেছে। এই কারন হেতু সি বি আই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, ২০১৪-র প্রাথমিক টেট পরিক্ষায়  এই ২৬৯ জন শিক্ষক ১ নম্বর বেশি দিয়ে বেআইনি ভাবে কাজ করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে কোর্টে শাসক দলের পক্ষ থেকে বলা হয়, ২০১৪-র ওই পরীক্ষায় কোন একটি প্রশ্ন ভুল থাকায় ওই বাড়তি ১ নম্বর দেওয়া হয়। অভিযোগকারীর পক্ষ থেকে যখন পাল্টা প্রশ্ন করা হয় তাহলে বাকি পরীক্ষার্থীদের ওই বাড়তি ১নম্বর কেন দেওয়া হয়নি। এই প্রশ্নের সদুত্তর কেও দিতে পারেনি বলে সূত্রের খবর। এদিন বিচারপতি ওই ২৬৯ জনের বেতন বন্ধ এবং আগামিকাল থেকে স্কুলে না যাওয়ার নির্দেশ দেন। এছাড়া ৫.৩০টার সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ও সভাপতিকে সি বি আই দফতরে যাওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
Related News