স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের এই জিনিসটি না করলে পড়তে হবে সমস্যায়!!

banner

#Pravati Sangbad Digital Desk:

ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে! কিন্তু এখনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) অ্যাকাউন্টে কেওয়াইসি তথ্য আপডেট করেননি! তাহলে এখনই অনলাইনে তা করে নিন।অনেক ব্যাঙ্কই আছে যারা চলতি অর্থবর্ষে নিয়মে একাধিক বদল নিয়ে এসেছে। ভারতের অন্যতম বৃহত্তম ব্যাঙ্কের মধ্যে একটি হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এই বছর এসবিআই তাদের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম তৈরি করেছে। প্রত্যেক গ্রাহকেরই উচিত এই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা। স্বাভাবিক ভাবেই নিয়ম না মানলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তাঁরা।
স্টেট ব্যাঙ্কের ধার্য করা একাধিক নিয়মের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল এসবিআই গ্রাহকদের আধার কার্ড এবং প্যান কার্ড ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করা। শুধু প্যান ও আধার লিঙ্কই নয়, যে সমস্ত গ্রাহক এক বছরেও বেশি সময় ধরে কেওয়াইসি জমা করেননি, কিংবা অ্যাকাউন্টে কোনও রকম লেনদেন করেননি, সেই সমস্ত গ্রাহককে নতুন করে কেওয়াইসি জমা করতে হবে। এখন অবশ্য বাড়িতে বসেই আপডেট করতে পারবেন আপনার কেওয়াইসি বিবরণ। এর জন্য আলাদা করে ব্যাঙ্কের শাখায় যেতে হবে না আপনাকে। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ হওয়া থেকে বাঁচাতে ও নিয়ন্ত্রণে রাখতে KYC করা অবশ্যই প্রয়োজন।
যে কোনও KRA(KYC Registration Agency) ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও KYC প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য দিতে বলা হবে। পরের স্টেপে আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওই মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) যাবে। শেষে আধার কার্ডের একটি স্ব-স্বাক্ষরিত কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর KRA ওয়েবসাইটে তার স্ট্যাটাস চেক করা যাবে। সংশ্লিষ্ট KRA ওয়েবসাইটে লগ ইন করে প্যান কার্ড নম্বর বা অন্যান্য যথাযথ তথ্য দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।
কেওয়াইসির জন্য নথি জমা দেওয়ার আগে কেওয়াইসির বিশদ বিবরণ আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কের কিছু নথি জমা দিতে হবে, গ্রাহকদের তাদের ঠিকানা ও পরিচয় প্রমাণপত্র স্ক্যান করে শাখার অফিশিয়াল মেইল ​​আইডিতে পাঠাতে হবে, যে নথিগুলি পাঠাতে হবে, তার মধ্যে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এনআরইজিএ জব কার্ড, প্যান কার্ড সহ আপনার ঠিকানা প্রমাণ। যদি অ্যাকাউন্টধারকের বয়স ১০ বছরের বেশি হবে তখন তাদেরও অন্যদের মতো কেওয়াইসি নথি জমা করতে হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News