ইউক্রেনকে সাহায্যের কারণে রাশিয়ার হুমকির সম্মুখীন আমেরিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

গত 24 শে ফেব্রুয়ারি পুতিন সামরিক অভিযান শুরু করেছিল ইউক্রেনে, যার ফলস্বরূপ তছনছ হয়ে যায় গোটা ইউক্রেন, প্রাণ হারায় হাজার হাজার মানুষ। যদিও ক্রমাগত সামরিক অভিযানের পরেও এখনো কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া, তবে রুশ সেনাবাহিনীর অভিযানে ইউক্রেনের একটি শহর মারিওপোল শ্মশানে পরিনত হয়েছে অপর শহর দোনাবাসের সমগ্র অঞ্চল পুতিনবাহিনীর দখলে। রুশ প্রধান এই সামরিক অভিযান এপ্রিল মাসে ইতি টানবেন ঘোষণা করেও শেষ বর্তমান সময় পর্যন্ত ইউক্রেন অভিযান জারি রেখেছেন।


অপরদিকে আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে বেশ কয়েকটি রকেট সিস্টেম দেয়া হয়েছে। গত বুধবার জো বাইডেন সাংবাদিকদের জানান, ইউক্রেন একাধিকবার আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্রের জন্য আবেদন করায় ইউক্রেনকে কিছু সংখ্ক মাঝারি কর্মক্ষম ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আক্রমন থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য এই সামরিক অস্ত্রগুলো পাঠানো হচ্ছে, রাশিয়ার ওপর হামলা করার জন্য নয়। কিন্তু বুধবার হোয়াইট হাউসের তরফ থেকে অন্য বার্তা আসে, বলা হয়, জ্যাভলিন মিসাইল সহ ৭০০ মিলিয়ন ডলারের অস্ত্র জেলেনেস্কি বাহিনিকে পাঠানো হবে যা ইউক্রেন বাহিনি নিসন্দেহে রুস বাহিনীর উপর হামলা করার জন্য ব্যাবহার করবে।  ৪৮ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত বদল করে আমেরিকা, বাইডেন আরও যোগ করেন ইউক্রেন বাহিনীকে অত্যাধুনিক হিমার্স রকেট দেওয়া হবে। তবে এহেন ঘোষণার জন্য আমেরিকাকে রাশিয়ার ক্ষোভের মুখে পড়ে  পুতিন জানিয়েছেন এর ফল আমেরিকাকে ভোগ করতে হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News