বিমল গুরুং-এর সাথে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তাঃ পাহাড়ে নয়া সমীকরণ?

banner

#Pravati Sangbad Digital Desk:

পাহাড়ে ফিরেই যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, বলেছিলেন তৃণমূল সরকার পাহাড়ের মানুষের স্বার্থে কাজ করে, আমি সরকারে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহাড়ের উন্নয়ন করে যাবো, কেন্দ্রীয় সরকারের মতো বঞ্চনা তৃণমূল সরকার করে না। জানিয়েছিলেন পাহাড়ে জিটিএ নির্বাচনে তিনি সাহায্য করবেন, তবে বেশ কিছু অঞ্চলকে জিটিএ এর আওতার মধ্যে আনতে হবে, তাহলেই তিনি জিটিএ নির্বাচন সমর্থন করবেন। কিন্তু অবশেষে সরকার গোর্খা জনমূর্তি মোর্চা প্রধান বিমল গুরুং এর কোথায় গুরুত্ব না দেওয়ার কারণে শেষ পর্যন্ত পাহাড়ে জিটিএ নির্বাচনের বিপক্ষে চলে যান বিমল গুরুং, শুরু করেন অনশন। এর আগে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েও জানিয়েছিলেন সে কথা, তার দাবি না মানা হলে অনশনে যাওয়ার কোথাও জানিয়েছিলেন, কিন্তু তাতেও কোন ভ্রূক্ষেপ দেখায়নি রাজ্য সরকার, তার বিপক্ষে গিয়েই পাহাড়ে জিটিএ নির্বাচনের দিনও ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন, আর তার প্রতিবাদে অনশনে বসে ছিলেন গোর্খা জনমূর্তি মোর্চার প্রধান বিমল গুরুং, কিন্তু শারীরিক কারণে টানা পাঁচ দিন অনশনের পরেই অসুস্থ হয়ে পরেন গুরুং, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

গুরুং এর অনশনকে কোন রাজনৈতিক দলই সমর্থন জানায়নি, তবে আজ গুরুংকে হাসপাতালে দেখতে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা বলে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ কোথাও বলেন তিনি বিমল গুরুংএর সাথে, রাজু বিস্তার সাথে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, দার্জিলিং এর বিধায়ক নিরজ জিম্বা এবং কারসিয়াং এর বিধায়ক বিপি বাজগাই। এদিন হাসপাতালে বিমলের সাথে কথা বলে রাজু বিস্তা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে তারা সবাই গোর্খা জনমূর্তি মোর্চা প্রধান বিমল গুরুং এর সাথে একজোট হয়ে জিটিএ নির্বাচনের বিরধিতা করবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News