Flash news
    No Flash News Today..!!
Wednesday, March 19, 2025

বিদ্রোহী রনক্লান্তঃ জন্মবার্ষিকীতে পুনর্স্মরন বিদ্রোহী কবিকে

banner

#Pravati Sangbad Digital Desk:

১৮৯৯ খ্রিস্টাব্দের ২৬শে মে  ,বর্ধমানের চুরুলিয়া  গ্রামে আবির্ভাব হল এক অগ্নিস্ফুলিঙ্গের ,ভবিষ্যতে  যিনি পরিচিত হবেন বিদ্রোহী কবি হিসেবে,যার হাতে বাজবে 'অগ্নিবীণা'।  কাজী নজরুল ইসলাম অথবা দুখু মিয়া ,হ্যা চুরুলিয়া শৈশবে তাকে চিনত এই নামেই,আজ তাঁর ১৩২-তম আবির্ভাব দিবস যা পালিত হচ্ছে সারা বাংলা জুড়ে ,পশ্চিমবঙ্গে ও বাংলাদেশেূড়ঝড়কে তিনি করেছিলেন মিতে,মাত্র ন বছর বয়েসে পিতৃহারা হওয়ার পর জীবনযুদ্ধক্ষেত্রে নামেন  তিনি। প্রথাগত শিক্ষাজীবনও কাটেনি নির্বিঘ্নে ,তবে  মাথরুন  নবীনচন্দ্র  ইন্সটিটিউশনে  কবি কুমুদরঞ্জন মল্লিকের সংস্পর্শে আসেন ,তাকে শিক্ষক হিসেবে প্রাপ্তি  নজ্রুলের  জীবনে   গভীর প্রভাব ফেলে । ১৯২২ খ্রিষ্টাব্দে তাঁর বিদ্রোহী কাব্যগ্রন্থ প্রকাশ পায়। সৃষ্টি সুখের উল্লাস ছড়িয়ে গিয়েছিলো  তৎকালীন বঙ্গভূমি জুড়ে।
আজ বুধবার ,তাঁর জন্মভিটেতেও পালিত হচ্ছে নজরুল জয়ন্তী, কাজী নজ্রুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। তিনদিন ব্যাপী  এই অনুষ্ঠান আবর্তিত হবে কবির গীতি,সাহিত্য কে ঘিরে। এছাড়াও ,বাংলাদেশের কুমিল্লায় মহাসমারোহে পালিত হচ্ছে কবির জন্মদিন।আজকের দিনে উদয় হয়েছিল যে  বিদ্রোহের সূর্যের তা অস্ত গিয়েছিল ,নীরব মুখরতায় ২৯শে অগাস্ট ১৯৭৬।তবু আজও তিনি ভাস্বর।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchismita Dasgupta

Tags:

Related News