Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স, এবার ভারতেও দুশ্চিন্তা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

অনেকদিন ধরেই বিভিন্ন প্রদেশের চিন্তা বাড়াচ্ছিল মাঙ্কি পক্স,এইবার ভারতেও পড়লো দুশ্চিন্তার প্রকোপ। ভারত সরকারের পক্ষ থেকে এবার আর হালকা করে নেওয়া হচ্ছে না এই রোগ। ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সর্তকতা জারি করা হলো এবং বলা হলো এবার কড়া ভাবে এই রোগের জন্য ব্যবস্থা নেয়া হবে তার জন্য ভিন দেশ থেকে ভারতে আসলে সবার প্রথমে টেস্ট করানো হবে। শুধু আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে নয় জলপথে বা স্থলপথে যেভাবেই আসা হোক না কেন স্বাস্থ্য পরীক্ষা করা আবশ্যক হবে। বাইরে থেকে আসা কোনো ব্যক্তির দেহে আগে থেকে মাঙ্কি পক্স আছে কিনা তা জানার জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে তার দায়িত্ব দেয়া হল ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি কে। তাদের বলা হয়েছে বিশেষ করে যাদের আগে থেকে  কোনো অসুখ এর উপসর্গ আছে তাদের পরীক্ষা করার আগে জরুরী। শুক্রবারে এই সব ঠিক হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।
ইউরোপের দেশ গুলিতে উদ্বেগ বাড়াচ্ছিল মাঙ্কি পক্স খুব দ্রুত  হারে বৃদ্ধি পাচ্ছিল এই রোগের উপসর্গ। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম প্রভৃতি দেশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল এই রোগ। এছাড়া আমেরিকা-কানাডা অস্ট্রেলিয়াতেও এই রোগের উপসর্গ দেখা গেছে। এই রোগে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে জার্মানি। জার্মানির অবস্থা খুবই শোচনীয়। স্পেনে ইতিমধ্যেই ১৪ জন আক্রান্ত হয়েছে এই রোগে তবে আশঙ্কা আরো বেশি জন অসুস্থ হতে পারে। WHO এর তরফ থেকেও সর্তকতা জারি করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News