রাজ্যে এখনই প্রবেশ করছে না বর্ষা, তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের আকাশে এখন দুই রকম অবস্থা, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, রোদের তেজে বাড়ির বাইরে বের হওয়া দায় আবার ঠিক উল্টো ভাবে বিকেল হতে না হতেই ধেয়ে আসছে তীব্র ঝড় সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ, যা সাধারণত আমরা কাল বৈশাখী বলেই জানি। গত শনিবার কোলকাতা সহ দক্ষিণবঙ্গেরে বেশ কিছু জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে কাল বৈশাখী। ঠিক দুই বছর আগের আমফানের কথা কোলকাতাবাসিকে মনে করিয়ে দিয়েছে এই কাল বৈশাখী ঝড়, যার গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারেরও বেশি, যার ফলে উপড়ে পড়েছে বহু গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় ঝড়ের কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে দুই শিশুর তারা দুই জনেই শহরের এক নামী স্কুলের ছাত্র, সেই সাথে ক্ষতিগ্রস্থ হয়েছে ইডেন গার্ডেনসও। সব মিলিয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু তাতেই বর্ষা চলে এসেছে এমনটা মনে করার কোন কারণ নেই বলেই জানাচ্ছেন  আবহাওয়াবিদেরা। কেন্দ্রীয় মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে, আপাতত রাজ্যে বর্ষা প্রবেশ করার কোন লক্ষণ নেই, ফলে স্বাভাবিক ভাবেই স্বস্তির বৃষ্টি হলেও এত সহজে মিটছে না গরম। অনেকেই মনে করেছিলেন বর্ষা এবার সময়ের আগেই এসে হাজির হবে, ভাবনার পেছনে কারণও ছিল যথেষ্ট কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল কেরলে কিছু দিনের মধ্যেই বর্ষার দেখা মিললেও রাজ্যে এখনই আসছে না বর্ষা। তবে এখনই বর্ষা না এলেও রাজ্যে আপাতত ৪ ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News