Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

সমগ্র ভারত পায়ে হেঁটে সম্প্রীতির বার্তা দিচ্ছেন কেরলের জোজো জর্জ

banner

#Pravati Sangbad Digital Desk:

বছর ৩১ এর জোজো জর্জ, দক্ষিণ ভারতের কেরলের কোত্তায়াম জেলার বাসিন্দা, দেশ ভ্রমনের স্বপ্ন ছিল বহু আগে থেকেই, তবে তা বাসে, ট্রেনে বা প্লেনে নয় একদম অন্য কায়দাই, নিজের পায়ের ওপর ভোর করে। সাধারণত দক্ষিণ ভারত থেকে এ রাজ্যে আসতে হলে হয় প্লেন কিংবা ট্রেনের ওপরেই নির্ভরশীল হতে হয় সাধারণ মানুষকে, প্লেনে যদিও একদিনেই পৌঁছে যাওয়া যায় তবে ট্রেনে যাতায়াত একটু সময় সাপেক্ষ বিষয়, এই ভাবেই এ রাজ্যের প্রচুর শ্রমিক কেরালা বা দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে রুজি রোজগারের টানে ছুটে যায়, তবে পায়ে হেঁটে যাওয়ার কথা ভুলেও মাথায় আসে না। কিন্তু ৩১ বর্ষীয় কেরলের জোজো জর্জ গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে বাড়ি থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমনের নেশায় বেরিয়ে পড়েছিলেন, যদিও পায়ে হেঁটে দেশ ভ্রমনের চিন্তা করছিলেন তিনি আরও কয়েক বছর আগে থেকেই করছিলেন, তবে শেষ পর্যন্ত মনের জোরে বেরিয়ে পরেছেন দেশ ভ্রমন করতে। কেরল থেকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু হয়ে পা রেখেছেন এ রাজ্যে। বাংলার মাটিতে পা রেখে তিনি ঘুরেছেন মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, নদীয়া বর্তমানে তিনি রয়েছেন বাংলার নবাব নগরি মুর্শিদাবাদে। গত শনিবারই তিনি মুর্শিদাবাদে পা রেখেছেন। 
যাত্রা পথ খুব একটা সহজ মোটেও ছিল না তার, কখনও রাত কাটিয়েছেন ফুটপাতে, কখনও বা মাঝ রাস্তায় গাছের নীচে আবার কখনও স্টেশনে মাঝে মধ্যে অবশ্য হোটেলে। আর খাওয়ার বলতে যা পেয়েছেন তাই খেয়েছেন পরম তৃপ্তির সঙ্গে। তবে পশ্চিমবঙ্গই শেষ গন্তব্য নয়, এবার তিনি যাবেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সেখান থেকে লাদাখ গুজরাট হয়ে আবার নিজের রাজ্য কেরলে ফিরে যাবেন তিনি। তার এই পায়ে হেঁটে দেশ ভ্রমনের পেছনের কারণ অবশ্য দেশের সমস্ত রাজ্যের মানুষের মধ্যে সম্প্রীতি এবং একাত্মবোধ জাগিয়ে তোলা এবং শিশুদের নেশা মুক্তি ঘটানো।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News