Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নবান্নের বৈঠক যাবেন না বলে জানালেন শুভেন্দু অধিকারী

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

নিয়ম না মেনে বৈঠক হলে নবান্নে যাবে না বলে জানান শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সুপারিশ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নবান্নের বৈঠক আসতে। কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি তাকে কোনো রকম তথ্য দেয়া হয়নি বৈঠকে যাওয়ার জন্য তাই বৈঠকটিকে  অসাংবিধানিক আখ্যা দেওয়া যেতে পারে এবং সেখানে নাও যেতে পারেন তিনি। ২৩ শে মে বিকেল চারটে এবং সাড়ে চারটের  সময় নবান্নের ১৪ তলায় এক বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি লোকায়ুক্ত তথ্য কমিশনার রাজ্য মানবাধিকার কমিশনের নিয়োগের বিষয়ে। এই বিষয়গুলি চূড়ান্ত করতে নবান্নএর ১৪ তলার কক্ষে বৈঠক ডাকা হয় এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার এই বিষয়ে তিনটি চিঠি পাঠান শুভেন্দু অধিকারী কে। চূড়ান্ত সিদ্ধান্তে বিরোধী দলনেতা কে থাকার জন্য রাজ্যপাল সুপারিশ করেন এবং আমন্ত্রণ করেন। তবে এই আমন্ত্রণ পাওয়ার পরে যেতে রাজি হয়ে যান নিয়ে বিরোধী দলনেতা তার পরিবর্তে তিনি বেশ কয়েকটি শর্ত রাখেন। শর্তগুলি তিনি স্বরাষ্ট্রসচিবকে চিঠির মাধ্যমে জানিয়ে দেন। তার কথা অনুযায়ী রাজ্যপালের সুপারিশে তাকে ডাকা হয় কিন্তু বৈঠক সংক্রান্ত কোনো তথ্য বা নথি সঠিকভাবে তার কাছে নেই। তাই বৈঠক সংক্রান্ত সঠিক তথ্য এবং নথি সে দেখতে চাই সেটি না পেলে সে বৈঠকে যাবে না বলে জানান। সঠিক তথ্য ছাড়া সেই বৈঠকটি অসাংবিধানিক বলে জানান তিনি। তবে তিনি বলেন রাজ্যপালকে এভাবে কোট করা যায় না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News