Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অবশেষে সিবিআই এর হাতে ধরা দিলেন অনুব্রত মণ্ডল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে প্রতীক্ষার অবসান, দীর্ঘ দেড় মাস পর নিজাম প্যালেসে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। চলতি বছরের ৬ই এপ্রিল গরু পাচার মামলাই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, স্বাভাবিক ভাবেই তিনি আগের দিন বোলপুরের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন কোলকাতার চিনার পার্কের বাড়ির উদ্দেশ্যে, সকলেই ভেবে ছিলেন তিনি পরের দিন নিজাম প্যালেসে হাজিরা দেবেন। কিন্তু সকলের চোখের সামনে দিয়ে তিনি নিজাম প্যালেস ছাড়িয়ে চলে যান এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে, তারপর থেকেই সুত্রপাত। অসুস্থ হয়ে তিনি ভর্তি হন এসএসকেএমে, পরে অবশ্য তিনি নিজেই সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছিলেন ২১শে মে এর পরে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সব রকম তদন্তের জন্য সহায়তা করবেন, আর ঠিক একদিন আগেই অর্থাৎ আজ সকালে বীরভূমের জাঁদরেল তৃণমূল নেতা পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে।
আজ সকাল ৯টা নাগাদ তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে যাত্রা করেন, সঙ্গে ছিলেন তার আইনজীবী। ভোট পরবর্তী হিংসে এবং গরু পাচার মামলাই বারবার তলব করা সত্বেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল, কিন্তু অবশেষে আজ নিজেই হাজির হলেন নিজাম প্যালেসে। তবে নিজাম প্যালেসে পৌঁছেও বুকে হাত দিয়ে চেপে রাখতে দেখা গিয়েছে তাকে, জানা গিয়েছে ৭ পাতার মোট ৩৬টি প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এসএসকেএম থেকে ১৬দিন পর ছাড়া পান অনুব্রত মণ্ডল, তখন আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে হাজিরা দেওয়ার জন্য চিঠি দিলে, অতি সহজেই রাজি হয়ে যান তিনি। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন সিবিআই ইচ্ছে করলে তাকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে।  দীর্ঘ তিন মাসের চেষ্টার পরে অবশেষে ধরা দিয়েছেন অনুব্রত মণ্ডল নিজের ইচ্ছেতেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News