#Pravati Sangbad Digital Desk:
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মেঘাচ্ছন্ন আকাশ আবারো ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের জেবা পূর্বাভাস অনুসারে আজ বৃহস্পতিবার হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়া ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। বুধবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু তা হয়নি আবহাওয়া ছিল আদ্র। এই আদ্রতার কারণেই অসস্তি ও থাকবে তবে এর পাশাপাশি ঝড়ো হাওয়া কিছুটা ঠান্ডা করবে আবহাওয়া কে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টি হবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈশাখ মাসে কালবৈশাখী, ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকাটাই স্বাভাবিক আর তার সাথে সারাদিনের পাল্লা দিয়ে সূর্যের তাপ।
বেশ কিছুদিন আগে বঙ্গোপসাগর উপকূলে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় অশনি। তার আগে প্রায় ৪০ ডিগ্রিরসেলসিয়াসের উপরে অস্বাভাবিক দাবদাহে ফুটছিল দক্ষিণবঙ্গ। শেষ পর্যন্ত অশনি নিম্নচাপ হিসেবে দক্ষিণবঙ্গে আছড়ে পড়েছিল এবং খুব অল্প প্রভাব ফেলেছিল যার ফলে বেশ কয়েক দিন টানা বৃষ্টিপাত হয়েছিল কলকাতা এবং শহরতলিতে। ওই নিম্নচাপের জেরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক এ ফিরে ছিল।