Flash News
    No Flash News Today..!!
Sunday, January 18, 2026

আবার বাড়ল রান্নার গ্যাসের দাম

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk :

এমনিতেই হাজার গন্ডি পেরিয়ে গেছে গ্যাসের দামের। এলপিজি সিলিন্ডারে রান্না করা এখন বিলাসিতা মধ্যবিত্তের। এছাড়াও নিত্যদিন বেড়ে চলেছে পেট্রোল ডিজেল জ্বালানির দাম যা হয়ে উঠেছে অসহনীয়। কিছুদিন আগেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছিল  টাকা। আবারো এক ধাক্কায় তিন টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। নতুন দাম কলকাতায় কার্যকর হয়ে গেছে। এখন রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০২৯ টাকায়। প্রতিমাসেই অল্পস্বল্প করে বাড়ছিল গ্যাসের দাম তবে সেটা হাজার ছুঁয়ে যাবে তা ছিল কল্পনার অতীত। গত মাসেই ৭ তারিখে প্রায় ৫০ টাকার মতো গ্যাসের দাম বেড়ে হাজার ছাড়িয়ে গিয়েছিল এই মাসে আবারও তিন টাকা বাড়লো গ্যাসের দাম। ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮ টাকা। অপরদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে হুহু করে। হাজার ৯০০ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে ২৪৪৫ টাকা। অত্যাধিক হারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় এই মাসের শুরুতে সাড়ে ন টাকা মত দাম কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের। কিন্তু যে হারে গ্যাসের দাম বাড়ছে এরপরেও উদ্বেগ থেকে যাচ্ছে সাধারণ মানুষের মনে।

এই দিকে বিরোধী পক্ষের দাবি রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে যা কার্যত পক্ষে সাধারণ মানুষকে লুট করছে। জমলো কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে বিরোধী পক্ষ তারা বলেছে পেট্রোল ডিজেল থেকে প্রায় ১৭ লাখ কোটি টাকা মানুষের কাছ থেকে লুট করেছে কেন্দ্রীয় সরকার। তবে ক্ষমতায়ন সরকারের মতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে গোটা দেশেই অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে যার ফলে ভোজ্য তেল থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম বাড়ছে প্রচুর। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News