journalist Name : sagarika chakraborty
#Pravati Sangbad Digital Desk:
অসমের প্রায় ছয় জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৬ টি জেলার মধ্যে ৯৪ টি গ্রাম আছে যেখানে পরিস্থিতি ভয়াবহ প্রায় ২৫ হাজার মানুষের ক্ষতি হয়েছে। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩ জন হারিয়ে গিয়েছিল। যে সমস্ত জেলাগুলিতে বন্যার পরিস্থিতি হয়েছে তা হল কাছাড়, হোজাই, দিমাজী, কার্বিং আলং, কামরূপ, নওগাঁ। অসমের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি উদ্ধারকাজ চলা চালাচ্ছে। অসমে বর্ষণের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে একইভাবে মেঘালয় এবং অরুণাচলে বৃষ্টি হচ্ছে সেখানে নদীগুলোর জল বেড়ে গেছে ফলে নিচু জায়গায় প্লাবন হয়েছে। নদীর জল ফুলে-ফেঁপে উঠেছে এবং বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গেছে এই দুই জায়গায়। ১৪ই মে পর্যন্ত ৬ জেলায় প্রায় ২৮ হাজার জন বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। অসময়ে বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে রাস্তা ভেঙে গেছে জলের স্রোতে রেললাইন ভেসে গেছে জলের তলায়। এই বন্যা পরিস্থিতি প্রায় এক হাজার ৭৩২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আই এম ডির পক্ষ থেকে ভারী বর্ষণ নিয়ে সর্তকতা জারি করা হয়েছে। মেঘালয় এবং অরুণাচল প্রদেশ আসামের প্রতিবেশী রাজ্য ফলে এই জায়গাগুলিতে লাগাতার বৃষ্টির ফলে একাধিক নদীর জল উপচে পড়েছে যেমন কপিলী। দিমা হাসাও জেলার বারোটি গ্রাম জলের স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ৮০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যা পরিস্থিতিতে। খবর পাওয়া তিনজনের মধ্যে একজন মহিলা ছিল বলেও জানা যায়।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image