ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার ঘিরে জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি কিছু দিন আগেই বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিল একাধিক যাত্রীবাহী ট্রেন, রেলের তৎপরতায় মাওবাদী নাশকতার হাত থেকে রেহাই পেয়েছিল হাওড়া আসানসোল শাখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন, তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার মাওবাদী হামলাও হয়েছে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাই। কার্যত জঙ্গলমহল বা ঝাড়গ্রাম বললেই চোখের সামনে মাওবাদী প্রতিছবি ভেসে ওঠে, বিগত কিছু বছরে মাওবাদী আতঙ্ক কমলেও পুরোপুরি ভাবে তা কমেনি। আবারও ঝাড়গ্রামের একাধিক এলাকাই পড়েছে মাওবাদী পোস্টার, এমনকি বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের নিন্দাও করা হয়েছে, যা দেখে বেজাই চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জেলা সফরে, প্রশাসনিক বৈঠকও করেন তিনি, আর প্রশাসনিক বৈঠক চলাকালীনই মাওবাদী পোস্টার ঘিরে কার্যত জেলা প্রশাসনের কর্তাদের সতর্কও করেন তিনি। তিনি বলেন, ‘বর্তমানে জঙ্গলমহল এলাকা মাওবাদী শূন্য, কেউ হাতে লিখে এই পোস্টার গুলি লাগিয়েছে এবং সরকারের বদনাম করার চেষ্টা করছে’। মাওবাদী পোস্টার ঘিরে জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশও দেন তিনি।

সম্প্রতি ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে সরকারের বিভিন্ন প্রকল্পের নিন্দার সাথে সাথে আরও লেখা হয়েছে কেউ যেন সন্ধ্যা ৬টার পরে বাড়ির বাইরে না বেরোই, কিন্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন আঞ্চলিক কোন থানা থেকে এই ধরনের নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ পোস্টারটি সম্পূর্ণ ভাবেই মিথ্যে। তিনি আরও বলেন, “ কেউ ইচ্ছে করেই এই ধরনের পোস্টার লাগিয়েছে, যাতে মানুষ আতঙ্কিত হয়”। এর পাশাপাশি তিনি জেলা পুলিশ আধিকারিকদের সোশ্যাল মিডিয়ার ওপর বিশেষ করে নজর দেওয়ার জন্য বলেছেন। যদি মাওবাদী সংক্রান্ত কোন তথ্য সামনে আসে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক শেষে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সাথেও কথা বলেন তিনি এবং তাদের সুবিধা অসুবিধার কথাও জানতে চান তিনি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News