করোনা মিটলেই রাজ্যে লাগু হবে সিএএ, শিলিগুড়ি সভাতে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে কেটে গিয়েছে অনেকটা সময়, অনেক জল বয়ে গিয়েছে, চলতি বছরের শুরুতে হয়ে গিয়েছে পৌরসভা নির্বাচনও, বিধানসভা নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ভরা ডুবি ঘটেছে বঙ্গ বিজেপির। দীর্ঘ সময় পরে ফের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গতকাল সকাল ১০:২০ নাগাদ দমদম বিমান বন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা, স্বরাষ্ট্র মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।
তারপরেই হিঙ্গলগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের অনুস্থানে যোগ দিতে উড়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, সাথে ছিলেন শুভেন্দু অধিকারী সহ বাকি দুই নেতা। বিএসএফ এর অনুষ্ঠানে যোগ দিয়ে ভাসমান আউটপোস্ট সহ তিনটি আধুনিক জলযানের উদ্বোধনও করেন তিনি, সাথে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স। তারপরে বিএসএফ এর উচ্চপদস্ত আধিকারিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এরপর তিনি রওনা দেন হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “ ভারত মাতার সুরক্ষাই বিএসএফ জাওয়ানরা বড় ভুমিকা গ্রহণ করেন। ভারত বাঙ্গালাদেশ বর্ডারের সব থেকে বড় সমস্যা অনুপ্রবেশ, বিএসএফ জাওয়ানরা বেআইনি অনুপ্রবেশ রুখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন”।
এরপর তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন, শিলিগুড়ি পৌঁছে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদানও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শিলিগুড়িতে সভা মঞ্চে উঠে ফের সিএএ এর কথা শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে। তিনি বলেন, করোনা পরিস্থিতি আর একটু উন্নতি করলেই বাংলায় কার্যকর হবে সংশধিত নাগরিকত্ব আইন। অমিত শাহের এই বক্তব্য ঘিরে সমালচনা করতে পিছু পা হয়নি রাজ্যের বাকি রাজনৈতিক দলগুলি, তাছাড়া মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ দাবি করেন, “ উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডকে আলাদা করা হয়েছে, কাশ্মির থেকে লাদাখ আলাদা করা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে সমস্যা কোথায়? উত্তরবঙ্গ সব রকম দিক থেকে বঞ্চিত যদি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হয় তাহলে উত্তরবঙ্গের মানুষের সুবিধা হবে”। বঙ্গ ভঙ্গের দাবীতে ফের পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।
সুত্র মারফৎ জানা গিয়েছে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যেতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি, সারতে পারেন রাতের আহারও, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এখনও কিছু নিশ্চিত ভাবে বলা হয়নি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News