Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

উত্তেজনাময় স্পাইডার ম্যান- নো ওয়ে হোম ট্রেলার

banner

#Pravati Sangbad Digital Desk:

টম: আই কান্ট সেভ এভরিওয়ান..

তাহলে, তাহলে কি অ্যান্‌ড্রু আর টবি আসছে বলতে,"বাট উই ক্যান"। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর প্রকাশ্যে এলো মার্ভেলের আজ পর্যন্ত সবথেকে উত্তেজনাময় ট্রেলার যেটিকে মার্ভেল টিজার বলে দাবি করেছে যদিও। কিন্তু একটি দীর্ঘ তিন মিনিটের বেশি সময়ের ভিডিওকে ট্রেলার হিসেবেই ধরে নেওয়া যায়।


এরই মাঝে থেকে যায় মার্ভেলের কিছু ফাঁক ফোকর। মার্ভেল স্টুডিও বরাবরই দর্শকদের ধোঁয়াশায় রেখে টিকিট কিনতে বাধ্য করেই। সোনি কোম্পানি এই অভ্যেসের ব্যবহার যথাযথ করেছে।কিন্তু ট্রেলার দেখে আদতে কি মনে হচ্ছে সেটা বোঝা ভীষণ কঠিন।

প্রথমত মার্ভেল প্রথমে জানিয়েছিল ট্রেলার রিলিজ করবে না। কিন্তু ট্রেলারে লিক হওয়ার পর বাধ্য হয়েই রিলিজ করে মার্ভেল।তার মধ্যে টুইটারে ব্রাজিলিয়ান ট্রেলার রিলিজ হওয়া কিছু ঘণ্টা পরেই টেক ডাউন করে দেওয়া হয়। কিন্তু কারণ? এদিকে ট্রেলারে নানান জায়গায় পূর্বের ভিলেনদের এক ঝলক দেখিয়ে তাঁদের দেখা যাচ্ছে আপগ্রেডেড ভাবে। আর সব থেকে উত্তেজনাময় যেসব সিনগুলো ট্রেলারে রয়েছে সেগুলি হলো যে যে ভিলেনরা যেখানে যেখানে পূর্বের সিনেমাগুলোতে ট্র্যাজিক এন্ডিংয়ে ছিলো তারা ঠিক সেখান থেকে এখানে শুরু করছে।


যেমন স্পাইডার ম্যান-২-এর ডঃ অকটোপাস(আলফ্রেড মলিনা)কে দেখা যাচ্ছে ব্রিজ থেকেই নিজের আপিয়ারেন্স করতে।এছাড়াও ভিলেন হিসেবে দেখা পাচ্ছি স্পাইডার ম্যান-৩-এর স্যানড ম্যান, দি আম্যাজিং স্পাইডার ম্যান-এর লিজার্ড এবং দি আম্যাজিং স্পাইডার ম্যান-২-এর ইলেকট্রো (জ্যামি ফক্স).

তবে এখানেই শেষ না। আরও এক ভিলেনের পুরনো এবং অদ্ভুত আপগ্রেডেড অপিয়ারেন্স পাওয়া যাচ্ছে। তিনি হলেন স্পাইডার ম্যান-এর গ্রিন গবলিন।


মানে এক কথায় এই তিন মিনিটের একটু বেশি সময়ের ট্রেলার মার্ভেল ফ্যানদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ডিসেম্বর অবধি। কিন্তু এই ট্রেলারের প্রতি আকর্ষনের আরও একটি বড়ো কারণ হলো ফেস-৪ এ মার্ভেল কি তিন জেনারেশনের স্পাইডার ম্যানকে অর্থাৎ টম, অ্যান্ড্রু এবং টবি কে নিয়ে একটা মাল্টিভার্স গড়বে। সেটারও নানান ঝলক ট্রেলারে দেখা গেছে বৈকি।


ডঃ অকটোপাস এর চরিত্র এবং ডায়লগ এই মাল্টি ইউনিভার্স ও ট্রাও দেখতে পাওয়ার সম্ভবনাকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। কারণ ব্রিজের সিনে তিনি শুরু করছেন “হেলো পিটার” দিয়ে এবং যখন ব্রিজের নীচে অবশেষে স্পাইডার ম্যানকে ধরে ফেলেছে এবং তার মুখ দেখতে পাচ্ছে তখন সে অবাক হচ্ছে নতুন মুখ দেখে এবং খুব হতাশভাবেই জানাচ্ছে, “ইউ আর নট পিটার পার্কার”। শুধু তাই নয় ট্রেলারের প্রায় শেষের দিকে বর্তমানের স্পাইডার ম্যানকে ডঃ অকটোপাস্‌-এর নাম নিয়ে তার বন্ধুদের সাথে তথাকথিত 'মার্ভেল কমেডি' করতেও দেখা যাচ্ছে।


এছাড়াও একটি সিন প্রবলভাবে মাল্টি ইউনিভার্সের দিকে ইশারা করছে যেখানে এমজে অর্থাৎ বর্তমান স্পাইডার ম্যানের প্রেমিকা স্ট্যাচু অফ লিবার্টির ওপর থেকে পরে যাচ্ছে এবং দর্শকদের ট্রিগার করানো হচ্ছে অ্যান্ড্রিউ এর কথা, এবং আশা করা যায় ট্রেলারে যে হাতটি দেখা যাচ্ছে এমজে-এর হাত ধরার জন্য এগোচ্ছে সেটি যেনো অ্যান্ড্রিউ হয় কারণ ‘পুরনো ক্ষত আঘাত বেশি হানে'।


আরও আরও নানান প্রশ্ন থেকে যাচ্ছে এই ট্রেলারে। মূলত দুটি জায়গা ভীষণই সন্দেহজনক। এক, যখন স্পাইডার ম্যানকে নতুন কালো স্যুটে দেখা যাচ্ছে এবং তার হাতে ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারের ঝলক দেখা যাচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে অট্টো অক্টোপাসও প্রস্তুত হচ্ছে লড়াই এর জন্য তারই সাথে। তার মানে একটা সময়ের পর কি ডঃ অকটোপাস পিটারের সঙ্গ দেবে? অন্যদিকে যেই সিনটির জন্য মূলত ব্রাজিলিয়ান ট্রেলার টেক ডাউন করা হলো, যেখানে স্যান্ড ম্যান, ইলেক্ট্রো এবং দি লিজার্ড এর সাথে একা লড়তে দেখা যাচ্ছে স্পাইডার ম্যানকে আর এখানেই নানান সন্দেহ উঠছে। সেই টুইটারের ভিডিওতে কেউ প্রশ্ন করছে, তারা অর্থাৎ মার্ভেল নিশ্‌চই অ্যান্ড্রিউ আর টবি কে রিমভ্‌ করেছে, লিজার্‌ড কার সাথে হাওয়ায় লড়ছে। আবার কেউ জিজ্ঞাসা করেছেন, লিজার্‌দকে কি বাতাস মারছে!

অর্থাৎ এই ট্রেলারের সিন দেখে প্রশ্ন করতে শুরু করলে শেষ হওয়ার উপায় নেই। তবে হ্যাঁ, ডঃ স্ত্রেঞ্জ-এর ভূমিকা খুব স্পষ্ট এখানে। তিনি পিটারকে তার করা ভুল থেকে শুরু করে কিভাবে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে সব বিষয়েই ট্রেলারে খুব ক্লিনচিট দিয়েছেন।

তাই সব কিছুকে উপেক্ষা করেই যদি ফোকাস করা যায় তাহলে দুটি বিষয় হবে - এক, মার্ভেল কি তার দর্শকদের নস্টালজিয়া ফিরিয়ে তিন স্পাইডার ম্যানের ক্যামিও করতে চলেছে? এবং দুই, ট্রেলারের শুরুতেই পিটারের যে দৃশ্যটি রয়েছে তাতে স্পষ্ট যে এই সিরিজটিতে ভীষণ ট্র্যাজিক কিছু ঘটতে চলেছে ? 


অবশ্য একটি ইন্টারভিউতে টম জানিয়েছিলেন এটি একদমই ফান ফিল্ম না বরং ডার্ক এবং সিরিয়াস। বরং এই সিনেমাটি প্রকৃত পক্ষে ইতি টানবে সেই বিষয়ে একটু হিন্ট দেওয়ার জন্য একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন,"I think if we were lucky enough to dive into these characters again, you'd be seeing a very different version. It would no longer be the Homecoming trilogy; we would give it some time and try to build something different and tonally change the films. Whether that happens or not, I don't know, but we were definitely treating [No Way Home] like it was coming to an end, and it felt like it,"

তাহলে অপেক্ষা ১৭ ই ডিসেম্বর অবধি যদি না এন্ড গেমের মতো আবার কোনো ভয়ঙ্কর স্পয়লার না আসে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srijita Maitra

Related News