Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রকাশিত হওয়ার সাথে সাথেই দর্শকদের কাছে ভালো সাড়া ফেললো "ভুল ভুলাইয়া ২" টাইটেল ট্র্যাক

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-এর টাইটেল ট্র্যাক ভিডিও। আর তা দেখেই দর্শকদের কাছে ভালো সারা ফেললো এই ট্র্যাক। সেই পুরনো ছবির স্মৃতিতেই ফিরে গিয়েছেন সকলে। তবে ওটুকুই,কারণ গান জুড়ে অক্ষয় কুমার নন,রয়েছেন কার্তিক আরিয়ান। আর গানটি নতুন ভাবে রিক্রিয়েট করেছেন ওয়ান অ্যান্ড ওনলি তানিষ্ক বাগচি। পুরনো গানটির মতো রিমেকটিও গেয়েছেন নীরজ শ্রীধর।‘ ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন,কিয়ারা আডবানি,তব্বু,রাজপাল যাদবরা। ছবির পরিচালক অনীশ বাজমি। আগামী ২০মে মুক্তি পাবে "ভুল ভুলাইয়া ২"। 
চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে হরর কমেডি ফিল্ম ‘ভুল ভুলাইয়া ২’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।তারপর থেকেই রীতিমতো তোলপাড় পরে গিয়েছে সোশ্যাল সাইটে।পুরনো ছবির থেকে নতুন ছবিটি যে একেবারে অন্যরকম হতে চলেছে তা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে। একদল সিনেপ্রেমী বলছেন, অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ একটি দুর্দান্ত ছবি হয়েছিল। রিমেকেও খিলাড়িকে লিড রোলে রাখা উচিত ছিল।যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে অনেকেই।

তাঁরা বলছেন,সবসময় নস্টালজিয়া না ফিরিয়ে নতুন কিছু ট্রাই করা উচিত। সেই কারণেই রিমেকের জন্য অভিনেতা কার্তিক আরিয়ান ও পরিচালক অনীশ বাজমিকে বেঁছে নিয়েছেন নির্মাতারা। তাঁদের দাবি, কার্তিক নতুন প্রজন্মের তারকা,এবং নিঃসন্দেহে ভাল অভিনেতা। নতুন এই জুটি পুরনো ছবিটির থেকেও আরও ভাল কিছু করবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।বিতর্ক আরও উস্কে দিয়েছে আজকের টাইটেল ট্র্যাক।কার্তিক না অক্ষয়, সেই বিতর্ক তো চলছেই। এবার নতুন বিতর্ক,প্রীতমের সুরে পুরনো টাইটেল ট্র্যাকটি ভাল ছিল,নাকি তানিষ্কের তৈরি এই রিমেক। ছবির ফার্স্ট ঝলকে মঞ্জুলিকার গান বাজতেই নস্টালজিয়ায় ঘিরেছে দর্শক মহলে। ভৌতিক রহস্য রোমাঞ্চের সঙ্গে হালকা চালের মজা মিশে একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে এই সিক্যুয়েলও, এমনটাই আশা। আগের বারের মত এবারেও মঞ্জুলিকা চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। কাহিনি লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক ৷ 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News