প্রথমবার মাথার খুলি না খুলেই টিউমার অপারেশন করে ইতিহাস রচনা করলো কলকাতার এসএসকেম!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

৪বছরে মোট ৩০বার অজ্ঞান হয়েছেন দক্ষিণ ২৪ পরগণা বিষ্ণুপুরের বাসিন্দা সারিফুল শেখ। গত চার বছর ধরে বারবারই অজ্ঞান হয়ে যেতেন তিনি। অবশেষে এসএসকেএমে  নিয়ে আসে তাঁর পরিবার। তারপর চিকিত্‍সকরা জানান, সারিফুলের মাথার খুলির মধ্যেই বাসা বেঁধেছিল একটি টিউমার। যার জেরেই তিনি বারবার অজ্ঞান হয়ে যেতেন। আর এই কথাটা বাড়ির লোকজনেরা জানতে পেরে খুবই ভয় পান। তবে শেষমেশ নাকের ফুটো দিয়ে নল ঢুকিয়ে নিকেশ করা হচ্ছে টিউমার। পূর্ব ভারতে প্রথম নাকের ফুটো দিয়ে নল ঢুকিয়ে নিকেশ করা হচ্ছে মাথার টিউমার। হাসপাতালের নেভিগেশন মেশিনের সাহায্যে করা হচ্ছে এমন জটিল অস্ত্রোপচার। ডা. দেবাশিস ঘোষের পরিচালনায় ডা. সৌত্রিক কুমার, ডা. সায়ন হাজরা টানা ৩ ঘণ্টায় এন্ডোস্কোপির মাধ্যমে নাকের ফুটো দিয়ে নল ঢুকিয়ে শরিফুলের চিকিত্‍সা চালানো হচ্ছে। এইভাবেই ধীরে ধীরে টিউমারটি নিকেশ করার কাজ চলছে। পূর্ব ভারতে প্রথম এসএসকেএমেই এই পদ্ধতিতে অপারেশন করে মাথার টিউমার নিকেশ করা হচ্ছে। 
ডা. সৌত্রিক কুমার জানিয়েছেন, মাথাব্যথা আর খিঁচুনি নিয়ে সারিফুল যখন এসএসকেএমে আসে তখন সে রীতিমতো দুর্বল। এমআরআই, সিটিস্ক্যানে দেখা যায় ওঁর অসুখটা আদতে পিটুইটারি ম্যাক্রোডেনোমা। চিকিৎসকরা তাই পরামর্শ দেন, চল্লিশ পেরিয়েও উচ্চতা বাড়তে থাকে,আঙুল হয়ে যায় মোটা মোটা তাই অল্প বয়সে আচমকা শরীর ফুলে যাওয়া, কিংবা ঘনঘন মাথাব্যথা হলে এমআরআই সিটি স্ক্যান করিয়ে নেওয়াই শ্রেয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি বিজ্ঞান স্বাস্থ্য
Related News