Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

তীব্র গরমে হাঁসফাঁস করছেন? আজই ঘরে আনুন বিদ্যুতের বিল সাশ্রয়ী ইনভার্টার এয়ার কন্ডিশনার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাচ্চা থেকে বুড়ো সকলেই, তাই যেমন করেই হোক বাড়িতে একটা এয়ার কন্ডিশেনার লাগানো চাই, কিন্তু বর্তমানে যেখানে পাঁচ মিনিটের মধ্যেই লোন পাওয়া যায় সেখানে এয়ার কন্ডিশেনার কেনার থেকেও বড় চ্যালেঞ্জ হল বিদ্যুতের বিল দেওয়া। কিন্তু দিন দিন প্রযুক্তি যত উন্নত হয়েছে তত বদলে গিয়েছে প্রযুক্তি, বাজারে এসেছে অত্যাধুনিক সমস্ত এনার্জি সেভিংস বৈদ্যুতিক যন্ত্রপাতি, যার মধ্যে অন্যতম হল ইনভার্টার এসি, যা পুরনো এসির তুলনাই অনেকটাই বিদ্যুতের বিল বাঁচাই। তাই বিদ্যুতের বিলের ভয় না পেয়ে বাড়িতে নির্বিঘ্নে আনতে পারেন এই সমস্ত কোম্পানির এয়ার কন্ডিশেনার, এবং যার দাম আমজনতার সাধ্যের মধ্যেই। ইনভার্টার এসির মধ্যে রয়েছে ভ্যারিয়েবেল স্পীড কমপ্রেসর, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ঘরকে ঠাণ্ডা করে তোলে, যারফলে বিদ্যুতের সাশ্রয় হয়।
বিদ্যুতের বিল সাশ্রয়ী ইনভার্টার এয়ার কন্ডিশেনার গুলির মধ্যে প্রথমেই রয়েছে ভোল্টাস ম্যাগনাম ৩ স্টার স্প্লিট এসি, যা ১৩০ থেকে ১৫০ বর্গফুটের একটি ঘরকে অনায়াসে ঠাণ্ডা করে তুলতে পারে কম সময়ের মধ্যেই এবং এর দাম ৩২ হাজার টাকার কাছাকছি, সাথে রয়েছে ১ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি এবং ১০ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি।
তারপরেই রয়েছে হায়ার ক্লিন কুল ১টনের স্প্লিট এসি, যার বাজার মুল্য ৩১,৪০০। সাথে রয়েছে ৩৭০০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি এবং ১২ মাসের প্রোডাক্ট ওয়ারেন্টির সাথে ১০ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি। এর পরে রয়েছে প্যানাসনিক কোম্পানির ১টন ৩ স্টার এসি, যার বাজার মুল্য ৩৫ হাজার টাকার কাছাকাছি। তাছাড়া ক্রমা এবং লয়েড কোম্পানির এসির নামও রয়েছে এই তালিকার মধ্যেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি বিজ্ঞান লাইফস্টাইল
Related News