Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অস্কার পেল দেব!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

দেবের জীবনে যে ঘটনা কোনওদিনও ঘটেনি, সেটি ঘটে গেল গতকাল। এদিনই মুক্তি পেল দেব অভিনীত ও প্রযোজিত নতুন বাংলা ছবি 'কিশমিশ'। ঘটনাটি 'কিশমিশ'-কে নিয়ে ঘটেছে, আবার 'কিশমিশ'কে নিয়ে নয়ও। আসলে বিষয়টি ঘটেছে দেবের বাবা গুরুদাস অধিকারীকে নিয়ে। প্রতিবারের মতো দেবের ছবি মুক্তি পেলে সপরিবারে বাবা-মা-বোন সেটি হলে দেখতে যান।কিশমিশ'-এর বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু ছবি দেখে এসে কোনওদিনও কোনও চিঠি গুরুদাসবাবু লেখেননি তাঁর পুত্রকে। এবার সেটাই ঘটে গেল। ছেলের অভিনীত ও প্রযোজিত ছবি দেখে এসে তাঁকে একটি চিঠি লিখছেন দেবের বাবা। সেটাই শেয়ার করেছেন দেব। এবং সকালবেলা পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে।
অনুরাগীদের সঙ্গে নিজের সেরা মুহূর্তটি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন," আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে বাবা আমাকে একটি চিঠিও লেখেননি। প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং পরিবার এসেছিল কিশমিশ দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সবশেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছেন 'কিশমিশ সুপার ডুপার হিটস'। আজকে মনে হল বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই। কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মতই মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম।"


দেব ও রুক্মিণীর কিশমিশ ছবিটি আদ্যপান্ত একেবারেই প্রেমের ছবি। যেখানে দুই প্রজন্মের গল্প ফুটে উঠবে। দেব ও রুক্মিণীকে দেখা যাবে ভিন্ন দুই রূপে। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবির গান এবং ছবিতে দেব ও রুক্মিণীর অভিনয়। তার উপর দেবের সেরা প্রাপ্তি এই ছবি নিয়ে তাঁর বাবার উচ্ছ্বাস।প্রথম দিনেই ছবির সাফল্য দেখা গেছে সর্বত্র। শতাব্দী প্রাচীন সিনেমা হল গুলি বহুকাল বাদে হয়েছে হাউস ফুল। ছবির সফলতা নিয়ে প্রথম দিন থেকেই আসছে শুভেচ্ছাবার্তা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News