Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দিতিপ্রিয়ার নতুন ছবি ‘ডাকঘর’, শুটিং শুরু মে মাসে

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

আগেই সূত্রের খবর পাওয়া গিয়েছিল, দিতিপ্রিয়ার সাথে জুটি বাঁধার কথা ছিল অভিনেতা সৌরভ দাসের। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে সৌরভের জায়গা করে নিচ্ছে সুহোত্র মুখোপাধ্যায়। এই ওয়েব সিরিজের নাম ‘ডাকঘর’। পরিচালক অভিষেক সাহার পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজটি। এখানে সুহোত্র-দিতিপ্রিয়ার সাথে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। দিতিপ্রিয়াকে আমরা অনেক রূপে দেখেছি। এবার তার নতুন সফর শুরু। নতুন নায়ক, নতুন প্রেম, নতুন জায়গা, নতুন গল্প। ‘মুক্তি’ সিরিজে প্রেমের গল্পে শেষ বার দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল। এরপরে ভাই-বোনের গল্পে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। 

কিন্তু এবার সিরিজের গল্পটি কেমন? একটি ছেলে গ্রামে আসে মার স্মৃতি হাতড়াতে। তার বাবা মারা গিয়েছে। গ্রামে এসে বাবাকে নতুন করে চেনে সে। নিজেকেও সে নতুন করে আবিষ্কার করে। এরই মধ্যে গ্রামের একজন মেয়ের সঙ্গে আলাপ হয় ছেলেটির। কোন খাতে বইবে তাদের জীবন, এই নিয়েই নতুন ওয়েব সিরিজটি মুক্তি পাবে ‘হইচই’তে। আগামী মে মাস থেকেই সুহোত্র-দিতিপ্রিয়ার প্রেমের যাত্রা শুরু।
দিতিপ্রিয়া একটি সাক্ষাৎকারে বলেন, “সুহোত্র দুর্দান্ত এক অভিনেতা। ‘মুক্তি’ সিরিজে তাঁর সঙ্গে কাজ করেছি আমি। যদিও আমাদের একসঙ্গে কোন দৃশ্য ছিল না। কিন্তু ওর অভিনয় দেখেছি ‘গোরা’-তেও। একসঙ্গে কাজ শুরু হবে আমাদের। উত্তেজনা তো রয়েছেই। সঙ্গে কাঞ্চনদাও রয়েছেন। আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News