Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ব্যাঙ্ক খোলার নতুন সময় আজ থেকেই প্রযোজ্য : গ্রাহকদের কথা ভেবে উদ্যোগ ' আর বি আই ' র !

banner

journalist Name : Debopriya Banerjee

#Pravati Sangbad Digital Desk:

গ্রাহকদের সুবিধার জন্য সুষ্ঠুভাবে ব্যাঙ্কিং পরিষেবা পেতে একাধিক উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার । তাই সোমবার ১৮ এপ্রিল থেকেই বদলে গেল ব্যাঙ্ক খোলার সময়সূচি। নতুন নিয়মে এবার থেকে ব্যাঙ্কের কাজে আরও এক ঘণ্টা সময় বেশি পাবেন গ্রাহকেরা। এই সিদ্ধান্তে অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা। এখন ব্যাঙ্ক খোলার সময় সকাল ১০ টার পরিবর্তে এক ঘন্টা এগিয়ে সকাল ৯ টায় করা হয়েছে। তবে ব্যাঙ্ক খোলার সময়ের পরিবর্তন হলেও বন্ধ করার সময় কোনোরূপ পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, আগের মতোই ব্যাঙ্কগুলি নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ৫ টা থেকে বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধের ৪ দিন পর এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন এই নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ মোট ৭ টি সরকারি ও ২০ টি বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে লাগু করা হবে। সময়সূচি পরিবর্তনের পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক এবার কার্ডেলে ক্যাশ উইথড্রল -এর ক্ষেত্রেও নতুন একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এর ফলে, এবার থেকে দেশের সব এটিএম থেকে কোনো ডেবিট কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। মূলত, করোনা মহামারীর সময়ে লাভ মিলেছিল এই সুবিধার। সংক্রমণ এড়াতে এর মাধ্যমে এটিএম না ছুঁয়েই খুব সহজেই হচ্ছিল নগদের লেনদেন।


সেখানে পাওয়া সফলতা থেকেই এবার কার্ডলেস ক্যাশের বিষয়ে আরও উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যেই এই প্রস্তাবে সিলেমোহর দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। সম্প্রতি বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি নিয়ে এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এর ফলে এই পদ্ধতিতে এটিএমে ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। পাশাপাশি, এতে ডেবিট কার্ড নিয়ে যাওয়ার বা হারানোর কোনোরকম আর ঝুঁকি থাকবে না। এছাড়াও, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই উপায় চালু হলে তা গ্রাহকদের কাছে অনেক নিরাপদ হয়ে উঠবে। কারণ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এটিএম কার্ড ক্লোন করে গ্রাহকের অর্থ হাতাচ্ছে জালিয়াতিচক্র। এমনকি কিছু কিছু ক্ষেত্রে, এটিএমের ভিতরে স্কিমিং মেশিন বসিয়ে দিয়ে গ্রাহকদের ডেবিট কার্ডের বিবরণও হাতিয়ে নেয় তারা। তবে, এবার কার্ডলেস পদ্ধতিতে ডেবিট কার্ডের প্রয়োজন না থাকায় অনেকাংশেই এড়ানো যাবে এই প্রতারণা

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News