Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এই প্রজন্মের শিল্পীদের নিয়ে কী বললেন স্বনামধন্য গায়িকা লোপামুদ্রা মিত্র

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

দিনের পর দিন বদলে যাচ্ছে পৃথিবী। কোনও কোনও মানুষের স্বপ্নগুলি সময়ের সাথে পূরণ হতে চলেছে একটু একটু করে আবার কোনও মানুষের স্বপ্ন দেখার ইচ্ছা-শক্তি থাকলেও, নেই তেমন কোনও সুযোগ। দিন দিন বদলে চলেছে সময়। কিন্তু স্বনামধন্য গায়িকা লোপামুদ্রা মিত্র'র ভাবধারায় কতটা বদল হল ? কতটাই বা বদলাচ্ছে সবার পুরোনো বিশ্বাস? এই সমস্ত প্রশ্ন নিয়ে স্বয়ং শিল্পীই উত্তর দিলেন সকলকে। ইতিমধ্যেই চার বছর পূর্বের কোনও সাক্ষাৎকারে তার একটি মন্তব্য বর্তমানে আবারও চর্চায়। তিনি তার অনুজ সহকর্মী শিল্পীদের উদ্দেশ্যে বলেছিলেন, "আমার অনুজ সহকর্মী শিল্পীরা আমার থেকে নিতান্তই বয়সে অনেক ছোট হলেও তাদের প্রতিভার অন্ত নেই। তবুও তাদের উদ্দেশ্যে একটা কথা আমাকে বলতেই হবে! আমি বলি কী তোমরা গানটায় আর একটু মন দাও, তাতে বেশি উপকার পাবে। আত্মবিশ্বাসটা বজায় রেখো। তোমার নিজের অর্জন করা জায়গা তোমারই থাকবে। কারও পিছন থেকে ছুরি মেরে বেশিদিন উপরে উঠা যায় না।"

২০১৯ সালে কেনই বা এমন মন্তব্য করেছিলেন তিনি ? কিসের উপর ভিত্তি করেই বা বলেছিলেন এসব ? সূত্রানুযায়ী, তিনি জানিয়েছেন," আমি  এমন মন্তব্য কোন অহেতুক কারণে করেননি। একটি নির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করেই বলেছিলাম। কিন্তু বর্তমানে আমার সেই কারণ মনে নেই। আচমকাই আমারই পুরনো কথা নতুনভাবে সামনে আসছে যেনে আমি বেশ অবাক হচ্ছি। সবাই সেই উক্তিটি আজও পড়ছেন এবং মতামতও দিচ্ছেন নিজেদের মতো করে।" কিন্তু যাদের উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছিলেন তারা কি লোপামুদ্রা দেবীর কথা শুনেছেন? এই  শিল্পী স্বয়ং এসব প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রশ্নগুলি একটু এড়িয়ে গিয়ে হাসতে হাসতে জবাব দিলেন, "আমার ওই সব মন্তব্যে এই প্রজন্মের কোনো কিছুই যায় আসে না!"

তবে লোপামুদ্রা মিত্র পূর্বে বলা নিজের কথার ব্যাখাও দিয়েছেন। তাঁর মতে, "আমি ১৯৯০ সালে যখন গানকে পেশা হিসাবেই বেছে নিলাম, তখন গায়িকাদের প্রতিভা স্বরূপ শুধু গাইলেই চলত। তখনও সিনেমা গানের পাশাপাশি আধুনিক গানেরও ধারা ছিল। শ্রোতারা সেটা শুনে মনে প্রাণে উপভোগও করতেন। নতুন ধরনের গান প্রকাশিত হলে তা নিয়ে লেখালেখি এবং সমালোচনাও হতো। নতুন গান শোনার জন্য আগ্রহের সহিত অপেক্ষিত থাকতেন শ্রোতারা। তিনি এখন আর সেই পরিবেশ নেই।" লোপামুদ্রা দেবীর দাবী, এখন কোনও গানের অ্যালবাম প্রকাশিত হলেও, সেটা নিয়ে কোনও সংবাদপত্রই এক লাইনও লেখেন না। নতুন গান গাইলেও কেউ শুনতে চায় না! এই প্রজন্মের শিল্পীদের প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। গায়িকা আরও বলেছেন, "এত কিছুর দরুণই গায়ক-গায়িকারা আর গাইতে পারছেন না নতুন গান। প্রচলিত পুরনো গানগুলো নতুন পদ্ধতিতে তাদের গাইতে হচ্ছে। এখন দৃষ্টি আকর্ষণ করে তাদের মূল উদ্দেশ্য। আর গানের প্রতি নয় বরং দৃষ্টি আকর্ষণের প্রতি তাঁর অক্লান্ত পরিশ্রম করছেন। আমি সবটাই অনুভব করি আর সেই অনুভূতি থেকেই আমার মনে হয় মন দিয়ে গান নিয়ে চর্চা করার দিন প্রায়ই শেষ।" সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, "যার গান এত লড়াইয়ের কথা বলছে, তিনি কী শেষে হতোদ্যম ?" এই প্রশ্নেই অতিরিক্ত উত্তেজিত হয়ে লোপামুদ্রা দেবী জানিয়েছেন, "আমি সবই জানি, তবুও এত কিছুর পরে আমি সব শিল্পীদেরই মন দিয়ে গান গাইতে বলব। কারণ গানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাই সেখানে ক্ষমতা দখল করার কোনো ব্যাপার নেই। এই তো সবে শুরু। এখনো জীবনের অনেক পথ চলা বাকি। গাইতে হবে তো অনেকদিন, তাই না?"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন শিক্ষা
Related News