অপারেশন গঙ্গায় বাংলাদেশী নাগরিকদের উদ্ধার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শেখ হাসিনার

banner

#Pravati Sangbad Digital Desk:

অপারেশন গঙ্গায় অনেকটাই সফল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দলে দলে ভারতীয় ছাত্রছাত্রীদের উদ্ধার করছে ভারতের বিমান। তবে শুধু নিজের দেশের ছাত্রছাত্রীদের জন্যই নয়, অপারেশন গঙ্গার মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের ছাত্রছাত্রীদেরও ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারতের বিমান। ভারতের এই উদ্যোগের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তারপরেই ভারতের তরফে সেখানে আটকে থাকাদের উদ্ধারে অপারেশন গঙ্গা চালু করা হয়। প্রথমের দিকে ভারতীয় দূতাবাসে ভিড় না হলেও পরবর্তী সময়ে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে ভারতীয়দের ভিড় বাড়তে থাকে। এখনও পর্যন্ত অপারেশন গঙ্গার মাধ্যমে প্রায় ১৮০০০ ভারতীয়কে সেখান থেকে ফেরানো হয়েছে। যার অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। তবে কেউ কেউ কাজের খোঁজেও সেখানে গিয়েছিলেন।
সূত্রে জানা গিয়েছে যে,  শেখ হাসিনা নিজে অপারেশন গঙ্গার মাধ্যমে ভারতের উদ্ধারকাজের প্রশংসা করেছেন। সেই সঙ্গে প্রশংসা করেছে ভারতের মানবিকতার। উল্লেখ্য, অপারেশন গঙ্গার মাধ্যমে ৯জন আটকে পড়া বাংলাদেশীকে উদ্ধার করেছে ভারত। শুধু বাংলাদেশীই নন, ভারতের উদ্ধারকাজের মাধ্যমে সাহায্য পেয়েছেন বেশ কয়েকজন নেপালি, তিউনিশিয়ানরাও। প্রতিবেশি বাংলাদেশের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ভারতের। নানা ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করে ভারত। সম্প্রীতির বন্ধনও দুই দেশের মধ্যে যথেষ্ট মজবুত।

পাকিস্তান যতই ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াক না কেন, দুঃসময়ে ভারত তাদের আর তাদের নাগরিকদের সাহায্য করা থেকে কখনও পিছপা হয়না।এক পাকিস্তানি তরুণীকে নিরাপদে ইউক্রেন থেকে বের হওয়ার জন্য ভারতীয় দূতাবাস সাহায্য করেছে। ওই পাকিস্তানি তরুণী নিজেই ভিডিওর মাধ্যমে সেই কথা জানান। ভিডিওতে পাকিস্তানি তরুণী বলছেন, ‘আমার নাম আসমা শফিক, আমি পাকিস্তানের নাগরিক। আমি কিয়েভের ভারতীয় দূতাবাস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে নিরাপদে বের হতে সাহায্য করেছে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় আধিকারিকরা আসমাকে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করে তাঁকে পশ্চিম ইউক্রেনে পাঠানোর বন্দোবস্ত করেছিল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News