তোপ জারি কেজরির; ক্লিনচিটে স্বস্তি চান্নির

banner

#Pravati Sangbad Digital Desk:

ভোটের ঠিক আগে বেআইনি বালি খনন মামলায় ক্লিনচিট পেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চান্নির নির্বাচনী কেন্দ্র চমকৌর সাহিবে বেআইনি খননের তদন্তের জন্য পাঞ্জাবের রাজ্যপালকে আর্জি জানিয়েছিল আপ। সম্প্রতি, চান্নির নির্বাচনী কেন্দ্রের ডেপুটি কমিশনার এনফোর্সমেন্ট অথরিটির হাতে স্ট্যাটাস রিপোর্ট তুলে দিয়ে জানিয়েছেন, বেআইনি খননের তথ্যপ্রমাণ মেলেনি। তবে, চলবে এই তদন্ত।
এই স্ট্যাটাস রিপোর্ট তুলে ধরে চান্নি বলেন, মিথ্যেবাদী একজন মানুষ অরবিন্দ কেজরিওয়াল। উনি আমার বিরুদ্ধে অনেক ভিত্তিহীন অভিযোগ এনে রাজ্যপালের কাছে গিয়েছিলেন। যদিও তাতে কিছু লাভ হয়নি। ব্রিটিশরা ঠিক যেভাবে ভারত লুটতে এসেছিল, তেমনই কেজরিওয়াল ও তাঁর দিল্লির দলবল পাঞ্জাব লুট করতে এসেছেন। কিন্তু পাঞ্জাব তাঁদের জায়গা বুঝিয়ে দেবে। আপ অবশ্য কোনোভাবেই নরম সুরে কথা বলছেন না। কেজরিওয়ালের একান্ত বক্তব্য, 'চান্নি সাহেব নিজেই করছেন তদন্ত। ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হলে হবে একটি স্বচ্ছ তদন্ত। চান্নির আত্মীয় যখন দাবি করেছেন, সব টাকা চান্নির, তা হলে ইডি কী কারণে গ্রেপ্তার হচ্ছেন না ? প্রসঙ্গত বলা যায়, বেআইনি বালি খনন মামলাতে ধৃত চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবের ভোটের আগে সে রাজ্যে অমিত শাহের প্রথম প্রচারে তাঁর কটাক্ষ, যিনি দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে অক্ষম, তিনি গোটা রাজ্যকে কীভাবে সুরক্ষা দেবেন ?'

কিছুদিন পূর্বেই কেজরিওয়ালের স্ত্রী ও কন্যাকে দেখা গিয়েছিল একটি মঞ্চে। আর মাত্র বাকি হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রচার জোরকদমে। কংগ্রেসকে কড়া টেক্কা দিতে এবারে পাঞ্জাবের শাসক দল হাজির হয়েছে দিল্লির আম-আদমি পার্টি। কেজরিওয়াল তার নিজস্ব দলের তরফ থেকে পাঞ্জাবের মহিলাদের মন জয় করার জন্য প্রতিমাসে আর্থিক সাহায্য থেকে শুরু করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া, উন্নত শিক্ষা ব্যবস্থা এসব কিছুর ব্যবস্থা করেছিলেন। এবার মহিলাদের সমস্যা দূর করতে প্রচারে নামলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা দেবী। সম্প্রতি, শুক্রবার তিনি পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানের হয়ে জোরদার প্রচার করেছিলেন।
দিল্লির দায়িত্বপট সামলানোর কারণে বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়াল গোয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছেন। তাই এই দলের হয়ে পাঞ্জাবের নির্বাচনী প্রচারে তিনি তার স্ত্রী সুনিতা দেবীকে পাঠান। সঙ্গে ছিলেন তাদের কন্যা হর্ষিতা কেজরিওয়ালও। অপরদিকে,  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানও তাঁর বোন মনপ্রীত কৌর ও মা হরপাল কৌরকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। গোটা ধুরি ঘুরে তারা ভগবন্ত মানের জন্য ও আম আদমি পার্টির জন্য ভোটের প্রার্থনা করেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News