Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শারীরিক অবস্থার উন্নতি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

২৬শে জানুয়ারির আগে পদ্ম সন্মান দিতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তৎক্ষণাৎ প্রত্যাক্ষান করেন সন্ধ্যা রায়। ঠিক তার পরের দিনই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পড়ে জানা যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। খবর পাওয়া মাত্র হাসপাতালে তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। কিংবদন্তী শিল্পীর চিকিৎসার জন্য গঠিত হয়েছিল মেডিক্যাল টিম। তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি স্থিতিশীল, রয়েছেন চিকিৎসকদের নজরেই। তাঁর হৃদযন্ত্রের সমস্যাও আগের থেকে অনেকটাই ভালো। অন্যান্য শারীরিক কোনো সমস্যা তাঁর নেই বলে জানা গিয়েছে। স্বাভাবিক খাওয়াদাওয়ার সাথে সাথে শিল্পীর ঘুম সব কিছুই স্বাভাবিক।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোমরে সমস্যা ছিল, যার জন্য তাঁর কোমরের অস্ত্রপ্রচার করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে, শারীরিক কোন সমস্যা নেই। খুব দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পদ্ম সন্মান দেওয়ার কথা ছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও, কিন্তু খবর পাওয়া মাত্রই কেন্দ্রের পদ্ম সন্মান প্রত্যাক্ষান করেন তিনি, ঠিক একই পথে হেঁটে ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও। কিন্তু পদ্ম সন্মান প্রত্যাক্ষান করার সাথে সাথেই তীব্র কটাক্ষের তীর তাঁর দিকে আসতে শুরু করে। আর তার পরের দিনই হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সন্ধ্য্যা মুখোপাধ্যায়। অনেকে বলতেও শুরু করেছিলেন তীব্র অপমান সহ্য না করতে পেরে তিনি অসুস্থ্য হয়ে পরেছেন। তবে সব জটিলতা কাটিয়ে আপাতত সুস্থ্য গায়িকা। দরকার পড়ছে না অক্সিজেন সাপোর্টের, ফুসফুস সঞ্চালন এখন স্বাভাবিক। চিকিৎসকদের মতে এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থার আর কোনো অবনতি হয়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News