নানা বিতর্কের মাঝেই মহিলা উপাচার্য পেল জেএনইউ

banner

#Pravati Sangbad Digital Desk:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন শান্তিশ্রী ধুলিপুড়ি পন্ডিত। তিনি বর্তমানে মহারাষ্ট্রের পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও বিদেশের অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মরত রয়েছেন তিনি। জানা যায়, ১৯৯২ সাল থেকে পুনের শান্তিশ্রী ধুলিপুরী পন্ডিত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা তিনি।
তার উপাচার্য পদ নিয়ে অনেক বেশি মতবিরোধ উঠে আসছে। তারমধ্যে অধিকাংশটাই রাজনৈতিক। বেশ কয়েক বছর ধরেই বামপন্থী ছাত্র সংসদের দ্বারা আন্দোলন হয়েছে জেএনইউতে। সেই আন্দোলনের বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। বামপন্থী ছাত্রদের এবং রাজনৈতিক দলকে দেশদ্রোহী বলে দিয়েছিল বর্তমান শাসকদল। জানা যায়, এই মনোনীত উপাচার্য শান্তিশ্রী ধুলিপুরী পন্ডিত অনেক সময় জেএনইউ ছাত্রসংসদের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন। এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংসদ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। তাই কার্যত বামপন্থী ছাত্র আন্দোলনের রেশ দমিয়ে দিতে তাকে উপাচার্য হিসেবে হিসাবের নিয়ে আসছে গেরুয়া শিবির।

শান্তিশ্রী ধুলিপুড়ি পন্ডিত অধ্যাপনা ছাড়াও ইউজিসি আইসিএসএসআর এর সদস্য। এছাড়াও তিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলিতে ভিসিটর হিসেবে সিলেক্ট হয়েছেন। পড়াশোনা শেষ হওয়ার পর তিনি জেএনইউতেই আন্তর্জাতিক সম্পর্কের বিভাগে গবেষণা শুরু করেন। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে গবেষণা করেন এবং তারপর গোয়া বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষাকতার যাত্রা শুরু। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News