Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কর্মী স্বাচ্ছন্দেই খুশি মিশো

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

২০২০ থেকে ২০২২ দীর্ঘ দুই বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। মাঝে মধ্যে করোনা নিজের দাপট কম করলেও ফের ফিরে আসছে নতুন রুপ নিয়ে নতুন নতুন ক্ষমতা নিয়ে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে বর্তমানে তা শেষের মুখে, ভারতেও ছবিটা একই রকম। ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল ডিসেম্বরের শেষের দিকে, হু হু করে সংক্রমণ বেড়ে চলেছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই আয়েত্বের মধ্যে, কমেছে দৈনিক সংক্রমণ, বেড়েছে সুস্থ্যতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন মানুষ এবং করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৪৫৬ জন মানুষ।
ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে জন জীবন। দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে সরকারি অফিস, বেসরকারি অফিস, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধীরে ধীরে স্বাভাবিকের পথে দেশের রেল পরিষেবা থেকে শুরু করে উড়ান পরিষেবা। এ রাজ্যেও ৩শরা ফেব্রুয়ারি থেকে ফের খুলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। গতকাল অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার থেকে সকলকে অফিসে হাজির থাকতে হবে, অর্থাৎ ওয়ার্ক ফর্ম হোমে ইতি টেনেছে কেন্দ্র সরকার।

বিভিন্ন বেসরকারি সংস্থাও সেই দিকেই পা বাড়িয়েছে, তবে এবার এক ভিন্ন পন্থা অবলম্বন করেছে ইকমার্স সংস্থা মিশো। মিশোর তরফ থেকে তাদের কর্মীদের দেওয়া হয়েছে অভিনব স্বাধীনতা, সংস্থার পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের যেখানে খুশি অর্থাৎ বাড়ি, খোলা মাঠ, রেস্টুরেন্ট বিশ্বের যেকোনো প্রান্ত থেকে করা যাবে অফিসের কাজ কর্ম, কাটা যাবে না বেতনও, কাজের ভিত্তিতে আগের মতোই পাবেন প্রমোশন। কর্মীদের প্রয়োজন মতো দেশের বিভিন্ন প্রান্তে স্যাটেলাইট অফিস খোলারও কথা বলা হয়েছে ইকমার্স সংস্থার পক্ষ থেকে।
সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, “ একাধিক সমীক্ষা থেকে আমরা দেখেছি কর্মীদের মনের ওপর সংস্থার লাভ ক্ষতি নির্ভর করে, তাই অফিসের চার দেওয়ালেরে মাঝে বসে কাজ করা কর্মচারীদের পক্ষে সবসময় সুখকর নয়। দেশের অতিমারি পরিস্থিতিতে আমরা তার প্রমাণও পেয়েছি”। কর্মীদের নিজের ইচ্ছে মতো কাজের জায়াগা খুঁজে নেওয়ার ফলে তাদের মধ্যে মানসিক শান্তি কাজ করে, ফলে যে কাজে ভালো ভাবে মনোনিবেশ করতে পারে, এমনটাই দাবি করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে। তবে মিশো এর কার্যালয় বেঙ্গালুরুতেই থাকছে আগের মতো। কর্মীদের  কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News