তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতাঃ শাশ্বত চট্টোপাধ্যায় কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের একজন ভারতীয় অভিনেতা। তিনি কিংবদন্তী অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের পুত্র, শাশ্বত চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবন শুরু করেন সমরেশ মজুমদারের কালপুরুষ অবলম্বনে সইবাল মিত্র পরিচালিত হিন্দি সিরিয়াল দিয়ে। এরপর তিনি সন্দীপ রায় পরিচালিত ফেলুদা-ভিত্তিক টেলিভিশন সিরিজে তোপশের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। বহু বাংলা ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, তিনি ব্যোমকেশ সিরিজে অজিত কুমার ব্যানার্জির ভূমিকায় কাজ করেছেন, তাঁর বিশেষ প্রশংসনীয় ছবি ‘আবার শবর’ যেখানে অসাধারণ দক্ষতার সাথে তিনি তাঁর কাজকে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই নয় বেশ কয়েকটি বাংলা ছবিতে শাশ্বত চ্যাটার্জির অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তাঁর কিছু উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে রয়েছে তিয়াশা, সি/ও স্যার, প্রলয় (২০১৩), যেখানে ভূতের ভয়, মেঘে ঢাকা তারা, ভূতের ভবিষ্যৎ, আবর ব্যোমকেশ (চিত্রচোর), রঙ মিলন্তী, ব্যোমকেশ বক্সি (আদিম  রিপু), দ্য বং সংযোগ, আবার অরণ্য ইত্যাদি। তিনি বিদ্যা বালান অভিনীত সুজয় ঘোষ পরিচালিত ব্লকবাস্টার হিন্দি ছবি কাহানি (২০১২)-তে কাজ করেন। সেই ছবিতে তিনি 'বব বিশ্বাস' নামে একজন ঠান্ডা খুনির ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি বব চরিত্রের ভূমিকায় এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে তাঁর প্রিয়জনরা বলেছিলেন, “বব বিশ্বাস অবশ্যই কাহানির জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। বেচারা শাশ্বত তাঁর পরিচয় হারিয়েছেন। তিনি যেখানেই যান তাঁকে বব বলে সম্বোধন করা হয়”।  

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকা অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি একটি তেলেগু ছবিতে অভিনয় করতে চলেছেন। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন “আমি বেশী কিছু প্রকাশ করব না। তবে হ্যাঁ, আমি একটি বহুভাষিক চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালন করব যা হিন্দি এবং তেলেগুতে তৈরি হচ্ছে। সত্যি বলতে আমি তেলেগু সম্পর্কে কিছুই জানি না। কিন্তু পরিচালকের আমার ওপর আস্থা আছে। তিনি বলেন, আমি এটা করতে পারি। আমি এখন প্রতিটি শব্দের অর্থ শিখছি এবং কোনটি গুরুত্বপূর্ণ ও সঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন তা বের করার চেষ্টা করছি। তবে আমি অবশ্যই বলব এটি বেশ কঠিন।”  
সম্প্রতি সায়ন্তন ঘোষালের থ্রিলার ছবি 'স্বস্তিক সংকেত'-এ নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেটা তাঁর কাছে খুবই গর্বের ব্যাপার। তিনি ২০১৯ সালে ‘শিরোনামের’ জন্য মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিদেশী ভাষার চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরষ্কার পান, ২০১৪ সালে  জি বাংলা গৌরব সম্মান ‘ভূতের ভবিষ্যতের’ জন্য সেরা   কমেডিয়ান ও আরও একবার ২০১২ সালে আনন্দলোক পুরষ্কার ‘ভূতের ভবিষ্যতের’ জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরষ্কার পান তিনি।
এখনও অবধি এই তেলেগু সিনেমা নিয়ে কিছুই প্রকাশিত হয়নি, তবে এটি পরিষ্কার যে শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন তেলেগু সিনেমা আসতে চলেছে। উনি যে এক বহুমুখী অভিনেতা তা তাঁর কাজ কর্মেই তিনি প্রমাণ করেছেন। এবার শুধু দর্শকদের নতুন কিছু দেখার অপেক্ষা তাঁর কাছ থেকে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News