কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির বিশেষত্ব

banner

#Pravati Sangbad Digital Desk:

ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,ও আরিয়ান ভৌমিক অভিনীত কাকাবাবুর প্রত্যাবর্তন ছবিটি আসার গুঞ্জন শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ৪ঠা ফেব্রুয়ারি ২০২২, এই ছবিটি আসছে আপনার কাছের সিনেমা হলে।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী ও আলোনসো গ্র্যান্ডিও। ছবির জন্রা অনুযায়ী এটি একটি অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ও ক্রাইম জনিত ছবি। এর আগেও কাকাবাবু ও সন্তুর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,ও আরিয়ান ভৌমিককে দেখা গেছে, তাদের ‘ইয়েতি অভিযান’ ও ‘মিশর রহস্য’ সিনেমায়। প্রচুর সাফলতার সাথে প্রায় ১০০ কোটি টাকার বাজেট করেছিল ওই ছবিগুলি। তাই এবারেও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এর পরিচালক সৃজিত মুখার্জি একই রকম সফলতা আশা করেন। এই ছবির প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি।  

কাকাবাবু সিরিজের বইটি লেখেন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি বাংলা কাল্পনিক চরিত্র কাকাবাবু তৈরি করেছিলেন যার আসল নাম রাজা রায় চৌধুরী এবং তাঁর কাজ  রহস্য সমাধান করা। তিনি কাকাবাবু সিরিজে ৩৬টি উপন্যাস লিখেছেন যা ভারতীয় শিশুসাহিত্যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ১৯৮৫ সালে তাঁর উপন্যাস "দ্যোস ডেজ" (সেই সময়) এর জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়ের নাম ব্যবহার করেছেন। তিনি ছিলেন বর্তমান যুগের অন্যতম জনপ্রিয়, সৃজনশীল এবং নন্দিত বাঙালী লেখক।  
গল্পের প্লট অনুযায়ী রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু এবং তার ভাইপো যুবক সন্তু আফ্রিকায় কেনিয়ার নাইরোবিতে ছুটিতে বেড়াতে যান। এক বাঙালী দম্পতি অমল ও মঞ্জু  তাদের পরিচালনা করেন। এরই মধ্যে কাকাবাবুর হুমকির ফোন আসে কিন্তু তিনি যথারীতি উপেক্ষা করেন। একজন আফ্রিকা-ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী অশোক দেশাই এবং তার অংশীদার মিঃ নিনজান কাকাবাবুকে মাসাই মারা জঙ্গলে তাদের হোটেল দেখার আমন্ত্রণ জানান।

দুঃসাহসিক যাত্রার পর কাকাবাবু এবং সন্তু জঙ্গলের ভিতরে হোটেলে পৌঁছান। এরই মধ্যে কাকাবাবু অন্যান্য সূত্র থেকে জানতে পারেন যে কয়েক দিন আগে দুই জার্মান পর্যটক রহস্যজনকভাবে হোটেল থেকে নিখোঁজ হয়েছিলেন। তিনি এটি সম্পর্কে অনুসন্ধান করেন এবং একটি গুরুতর সমস্যার সম্মুখীন হন। এবার তিনি শত্রুকে দমন করে, কীভাবে সমস্যার সমাধান করে, নিজেকে ও ভাইপোকে সুরক্ষিত ভাবে বজায় রেখে সাফল্যের সাথে বাড়ি ফিরে আসবেন সেটাই দেখার। টান টান উত্তেজনা ও নস্টালজিয়ার মধ্যে দিয়ে চলবে এই সিনেমা যা দর্শককে আটকে রাখবে।  এস.ভি.এফ এর নতুন আসন্ন ছবি "কাকাবাবুর প্রত্যাবর্তন" যে ভালো ফল করবে তা আশা করাই যায় যেখানে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে এর পুনঃমূল্যায়ন শুরু হয়ে গেছে ,ইউটিউবে ভালো রকম সাড়া ফেলে দিয়েছে এই ছবির ট্রেলার।  এই ছবির ‘ফিরে এলো কাকাবাকু’ গানটিও দর্শক মহলে নজর কাড়বে। যারা অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা আইডিয়াল ছবি।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News