খেলো ইন্ডিয়া প্রকল্পে বিশেষ জোর, ক্রীড়াক্ষেত্রে ৩০৬ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

banner

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার সকাল ১১ টা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট পেশ করেছেন। বাজেট শেষে অর্থনীতিবিদেরা পর্যবেক্ষণ শুরু করেছেন। তবে ২০২২-২৩ অর্থবর্ষে লাভই হয়েছে ভারতীয় ক্রীড়ায়। এবারের বাজেটে ক্রীড়ার জন্য মোট বরাদ্দ হয়েছে মোট ৩০৬২.৬০ কোটি টাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব সময় ক্রীড়াকে প্রাধান্য দেওয়ার বার্তা দিয়ে থাকেন ।
টোকিয়ো অলিম্পিকে  সাতটি পদক জয় করেছে ভারত। এরমধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ঐতিহাসিক সোনার পদক রয়েছে। গত এক বছরে খেলাধুলোয় ভারত যে অনেকটাই এগিয়ে এসেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ২০২২ সালটা ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কারণ দুটো আন্তর্জাতিক ইভেন্ট এবছরই আয়োজন করা হচ্ছে। একটি হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং অপরটি হাংঝাউ এশিয়ান গেমস মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কেন্ত্রীয় সরকারের "খেলো ইন্ডিয়া" প্রকল্পে গত বছরের থেকে ৩১৬ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। গত বছর এই প্রকল্পে মোট ৬৫৭.৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবছর সেটা বাড়িয়ে ৯৭৪ কোটি টাকা করা হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News