Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সোনার মোড়কে বলিউড গ্লামারস কুইন উর্বশী রাউতেলা

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

 উর্বশী রাউতেলা একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি বলিউড চলচ্চিত্রে উপস্থিত হন। ২০১৫ সালে তিনি মিস ডিভা ইউনিভার্স এর মুকুট পেয়েছিলেন এবং মিস ইউনিভার্স , ২০১৫ সালের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
মডেলিং জগত থেকে আজ নাম লেখানো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে কে না চেনেন। তিনি তার সৌন্দর্য এবং কমনীয়তার জন্য সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন। প্রাক্তন মিস ইউনিভার্সের এই অভিনেত্রীর সৌন্দর্যে বিশ্বাসী সবাই। আরব ফ্যাশন উইকে আরও একবার নিজের সৌন্দর্যে স্তম্ভিত হয়েছেন এই অভিনেত্রী।  তাঁর পরা গাউন নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি আরব ফ্যাশন উইকে অংশ নেন অভিনেত্রী উর্বশী। এর আগেও তিনি এতে তাঁর উপস্থিতি নথিভুক্ত করেছেন। উল্লেখযোগ্যভাবে, উর্বশী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন যিনি দুবার এই ফ্যাশান উইকে গিয়েছিলেন। এটা ভারতের জন্য গর্বের বিষয়।  আরব ফ্যাশান উইকে উনি সোনার পোশাক পড়ে র‍্যাম্প ওয়াক করেন। এই পোশাকের ডিজাইন করছেন ফেরনে ওয়ান আমান্তল।

গায়িকা জেনিফার লোপেজের পোশাক ডিজাইন করার জন্য বর্তমানে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয় নাম ফেরনে ওয়ান। ওনার মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া ছিল, আসলে উনি মিশরের রানী ক্লিওপেট্রা সেজেছিলেন। বিশ্ব মানের আরব কাউন্সিলের শোতে অংশগ্রহণ করেছেন তিনি। আর সেখানেই হালকা সোনালী রঙের ফ্রন্ট ওপেন গাউনে সর্বত্র কাজ করা ছিল কয়েক কেজি সোনা আর হীরে দিয়ে। এর মূল্য প্রায় ৪০ কোটি টাকা। উনি ছিলেন ওই শো এর একমাত্র শো-স্ টপার, আর উর্বশী সেটারই যোগ্যতা প্রমাণ করেছেন , তাঁর কাজ দিয়ে। এর আগে লস অ্যাঞ্জেলসে মেট গালা শো -তে লেডি গাগাও এরকম ফ্যাশান করেছিলেন, তাছাড়াও বিভিন্ন হলিউড অভিনেতা অভিনেত্রীকে তাদের ফ্যাশান উইকে এরকম কোটি টাকা দামের পোশাক পরতে দেখা গেছে। কিন্তু বিদেশের মাটিতে কোন ভারতীয় হিসেবে এরকম কোটি টাকা দামের সোনায় মোড়ানো পোশাক পরে তাক লাগাতে দেখা গেছে অনেক কম লোককেই। আর উর্বশী রাউতেলার দ্বারাই এটা সম্ভব। ওনার সৌন্দর্যে গোটা স্টেজটা যেন এক সোনালি আবরণ হয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান “তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই” উনি যেন সত্যি সেই সোনার হরিণ, যিনি বার বার তাঁর সৌন্দর্যের প্রমাণ দেখিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে গেছেন। ওনার ভক্তরা বেজায় খুশি, এবং ভারতীয় হিসেবে উনি আমাদেরও গর্ব।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News