Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এসে গেল সোনি লাইভের নতুন ছবি ‘হোম কমিং’

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

 সোনি লাইভ অ্যাপ দ্বারা ঘোষিত হয়েছে যে ১৮ই ফেব্রুয়ারি বুধবার ২০২২ এ তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে অভিনেত্রী সায়ানী গুপ্তা অভিনীত সিনেমা "হোমকামিং" মুক্তি পাবে। একটি যুব বন্ধুর মিউজিক্যাল ড্রামা হিসাবে ডাব করা, এই চলচ্চিত্রটি রচনা, পরিচালনা এবং প্রযোজনা করেছেন নবাগত চলচ্চিত্র নির্মাতা সৌম্যজিৎ মজুমদার। উনি একজন বাঙালী পরিচালক যিনি প্রথমবার হিন্দি প্ল্যাটফর্মে তাঁর আসন্ন ছবি রিলিজ করতে যাচ্ছেন। কলকাতাতেই বেশির ভাগ শুটিং হয়েছে, বিশেষত টিটাগড়ের সাহেব কুঠিতে সিনেমার শুটিং হয়েছে। ছবিটির মিউজিক পরিচালনা করেছেন সমীর রাহাত ও প্লে-ব্যাক করলেন রকস্টার মৌ সুলতানা। এছাড়াও লোকসঙ্গীত হিসেবে টপ্পা গান গেয়েছেন অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং। সাত্যকি ব্যানার্জি গেয়েছেন ভবা পাগলার লেখা একটি গান যা সকলের মন কেড়েছে।
হোমকামিং হল চার বন্ধুর গল্প যেখানে তারা সাত বছর পর কলকাতায় দুর্গা পুজা উপলক্ষে সবাই আবার একসাথে মিলিত হয়। তারা একটি হেরিটেজ হোটেলে তাদের রিহার্সাল করার কথা ভাবে, যেটি একটি পুরনো থিয়েটার আসছে। দুর্গা পুজোয়  তারা এই রিহার্সাল প্রদর্শন করবে বলে ঠিক করে।

সায়নি গুপ্তা জানান ,"হোমকামিং" ওনার কাছে সত্যি খুব স্পেশাল , কারণ তিনি তার হোমটাউন কলকাতায় শুট করতে পারছেন। সৌম্যজিৎ মজুমদার পরিচালিত এই সিনেমা এন.ডি.এফ.সি ল্যাব এ বাছাই করা হয়েছে, যা ২০১৯  এ এশিয়ার সবচেয়ে বড় ‘ফিল্ম মার্কেট কালেকশনের’ মধ্যে একটি।  থিয়েটার জগত সৌম্যজিৎ মজুমদারের কাছে এক পেশা, ওনার স্বপ্নই থিয়েটার নাট্যকটার মোড় দিতে, যাতে বেপরোয়া মানুষজন ছবিটির মধ্যে তার শিকড় খুঁজে পায়। উনি জানিয়েছেন- “আমার ছেলেবেলায় শহরের নাট্যদলগুলো বিভিন্ন বিষয়ের উপর নাটক মঞ্চস্থ করত। একে বলা হত কলকাতার "ইউথ থিয়েটার মুভমেন্ট” এই গল্পও খানিকটা সেরকমই নস্টালজিয়া গোছের। যেখানে ব্যাস্ততার জীবন ভুলে আবার সেই এক ছাদের তলায় পুরনো বন্ধুদের সাথে কাটানো অনেক স্মৃতি মাখা কিছু মুহূর্ত। ছবিতে ৩০টি চরিত্র টুকরো টুকরো কিছু অংশ থাকবে।  ৯০ মিনিটের টানা ছবি। তবে ঘরোয়া সিনেমা হিসেবে হলেও এই ছবি শুটিং এর তিন দিন আগেই পৌঁছে গেছে জাতীয় স্তরে, যা এই ছবির পরিচালক থেকে আরম্ভ করে অভিনেতা অভিনেত্রী, প্রযোজক ও সিনেমাটির পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদের জন্য সুখবর । 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News