আসতে চলেছে কৌশিক গাঙ্গুলির রহস্যময় ওয়েব সিরিজ

banner

#Pravati Sangbad Digital Desk:

কৌশিক গাঙ্গুলি (জন্ম ৪ঠা আগস্ট ১৯৬৮)  একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা। একাধিক জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ও পরিচালক। কৌশিক গাঙ্গুলী (২০১২ ‘শব্দ’ ছবির জন্য) জাতীয় পুরস্কার পান। যৌনতার বিভিন্ন দিক অন্বেষণ করে এমন চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত, যেমন উষ্ণতার জন্যে (২০০৩), যা একটি সমকামী সম্পর্ক নিয়ে কাজ করে এবং আর একটি প্রেমের গল্প (২০১০), আর একটি ছবি যেটি হিজড়ে সম্পর্কিত, যার নাম নগরকীর্তন (২০১৭), একটি অন্য ধাঁচের সিনেমা। এমনিতেই উনি খুবই জনপ্রিয়, এই সমস্ত সিনেমা উপহার দেওয়ার কারণে তাঁর খ্যাতি জনপ্রিয়তার চরমে ওঠে। এমনিতে মানুষটি সাদামাটা, কিন্তু  তাঁর আসন্ন ওয়েব সিরিজে একটি রহস্যময় পরিচয়ে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। যার এক হাতে বন্দুক অন্য হাতে বাজারের থলি। মানে পরিচালক ওনাকে দিয়ে দ্বৈত ব্যক্তিত্বের ভূমিকা পালন করাতে চাইছেন।   
একটি নতুন ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক গাঙ্গুলিকে। কয়েকদিন আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘টিকটিকি’র শুটিং শেষ করেছেন অভিনেতা। তারপরে তাঁর আসন্ন ওয়েব সিরিজের লুক এসেছে। মিল্কি ওয়ে ফিল্মস প্রযোজিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সাগ্নিক চ্যাটার্জি। ওয়েব সিরিজের নাম ‘প্রাঙ্কেনস্টাইন’। তবে ধারাবাহিকের গল্পটা নিছক রসিকতা নয়, রহস্যময়ও বটে। সাগ্নিক চ্যাটার্জি এই ছবির পরিচালক একটি সাক্ষাৎকারে বলেন মানুষ এখন অ্যাডভেঞ্চার ও রহস্যময় সিনেমা বেশি পছন্দ করেন। কোভিড এর পর মানুষ ওটিটি প্লাটফর্ম গুলিতেই ভিড় বেশী করছেন। তাছাড়া কৌশিক গাঙ্গুলির চেয়ে ভালো বিকল্প উনি আর খুঁজে পেলেন না এই ওয়েব সিরিজের জন্য।

এবার গল্পটির প্লট নিয়ে একটু আলোচনা করা যাক, যেটি অনেকটি বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাঙ্ক ভিডিওগুলি যা ‘প্রাঙ্কস্টার গ্রুপ’ বা ‘প্রাঙ্কেনস্টাইন নামডাক’ নামে পরিচিত ভারতীয় জুটি দ্বারা তৈরি করা হয়েছে৷ এদের দেশজোড়া খ্যাতি। সিলভার এবং গোল্ড প্লে বোতামের পরে এই ভাইরাল গ্রুপের মুকুটে সম্প্রতি একটি নতুন পালক যুক্ত হয়েছে। মুম্বাইয়ে এই বছরের ইউটিউব ফ্যানফেস্টে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আনন্দ উদযাপন করতেই কলকাতার উপকণ্ঠে একশো বছরেরও বেশি পুরনো প্রাসাদে রাত কাটাতে আসেন তারা। পার্টির দুই পুরুষ সদস্য রুবেন এবং ভিকি, উদযাপনের সময় মদ ফুরিয়ে যাওয়ায় মদ কিনতে প্রাসাদের বাইরে গিয়েছিলেন। এই দম্পতির দুই মহিলা চরিত্র শিরিন ও অরু রাজপ্রাসাদেই রয়েছেন।

বাড়ি ফিরে তারা দেখতে পায় তাদের বান্ধবীরা ঘরের এক কোণে কুঁকড়ে বসে আছে, আর তাদের থেকে অল্প দূরে একটা চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুত চেহারার বৃদ্ধ, তার হাতে একটা ৯ এম.এম এর পিস্তল, তাকে দেখে একজন নিরীহ মধ্যবিত্ত বাঙালির মতো লাগছে।এবার বাকিটা রহস্যই থাক, জানতে হলে দেখতে হবে, প্রাঙ্কেনস্টাইন। দীর্ঘ দিন থেকে দর্শকরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে কৌশিক গাঙ্গুলীর ভক্তরা। ২০২২ সালে দর্শকরা একটি নতুন সিরিজ উপহার পাবেন। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News