Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

টেলিভিশন সোপ অপেরা থেকে আকস্মিক বাবুল সুপ্রিয়র প্রত্যাখ্যান

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

বাবুল সুপ্রিয় যিনি টেলিভিশন জগতের এক জনপ্রিয় তারকা, এবং তাঁর বেশি খ্যাতি একজন নামকরা সঙ্গীত শিল্পী হিসেবে। যিনি সম্প্রতি সাংসদ হিসেবেও তাঁর দায়িত্ব পালন করেছেন। বাবুল সুপ্রিয় অনেক দিন ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন , কিছু টুকিটাকি সিনেমাতে ক্যামিও রোলই হোক বা মুখ্য চরিত্রের বিপরীতে ভালই অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। কিছুদিন আগেই একটা গুজব ছিল যে বাবুল সুপ্রিয় রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি বাংলা সিরিয়াল এ মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন , “সাঁঝের বাতি” সিরিয়ালের মুখ্য চরিত্রের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে। কিন্তু হঠাৎই তাঁর প্রত্যাখ্যান। এই প্রত্যাখ্যানকে ঘিরে কিছু জল্পনাও তৈরি হয়েছে।

আসন্ন "শো" টির গল্পটি অনেক বেশি বয়স্ক পুরুষ এবং একটি অল্পবয়সী মেয়ের সম্পর্ককে ঘিরে আবর্তিত হওয়ার কথা ছিল। বাবুল গত সপ্তাহেও লুক সেটে উপস্থিত ছিলেন এবং নির্মাতারা শীঘ্রই প্রোমোটির শুটিংয়ের জন্য উন্মুখ ছিলেন। কিন্তু বাবুল তার রাজনৈতিক প্রতিশ্রুতি দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে। রাজ শোতে কাস্ট করার জন্য একজন জনপ্রিয় অভিনেতা খুঁজছেন। গত ডিসেম্বরে রাজ, শুভশ্রী, অভিজিৎ ভট্টাচার্য, রশিদ খানের বিবাহবার্ষিকীতেও যোগ দিয়েছিলেন। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, রাজ ও বাবুল একসঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন যদিও তখন প্রকল্প বা মাধ্যম চূড়ান্ত হয়নি।

উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই দাবি রাজের, কেন উনি হঠাৎ সিদ্ধান্তের পরিবর্তন করলেন তা নিয়ে নিজেও খোলসা করে কিছু বলেননি। এটা এখন তাঁর মতামত বলেই মনে করছেন সিনেমা খবর সংগ্রহকারীরা। তবে অনেকেই আশা করেছিলেন এই নতুন সংযোজনার জন্য, এখন পরে কি হয় সেটাই দেখার। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News