Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

রাশিয়া থেকে ভারত তেল এবং অস্ত্র কেনায় রুষ্ট ট্রাম্প

banner

journalist Name : Priyasree

#Pravati Sangbad Digital:

গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে 'দর কষাকষি' চলছিল। এরইমধ্যে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের ওপর বাড়তি জরিমানার কথাও বলেছেন।

গত দোসরা এপ্রিলকে 'লিবারেশন ডে' নামে অভিহিত করে বিভিন্ন দেশের ওপর 'প্রতিশোধমূলত' শুল্ক ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে নিজেই নিজের সিদ্ধান্ত বেশ কয়েকবার পাল্টিয়েছেন তিনি।

সর্বশেষ ৩১শে জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি।

১০ শতাংশ –– ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য

৫ শতাংশ –– আফগানিস্তান, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া ও জিম্বাবুয়ে

১৯ শতাংশ –– কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন

২০ শতাংশ –– বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম

২৫ শতাংশ –– ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া

৩০ শতাংশ –– আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা

৩৫ শতাংশ –– ইরাক, সার্বিয়া

৩৯ শতাংশ –– সুইজারল্যান্ড

৪০ শতাংশ –– লাওস, মিয়ানমার

৪১ শতাংশ –– সিরিয়া।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি আন্তর্জাতিক
Related News