Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রধানমন্ত্রী মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মান 'সাউদার্ন ক্রস' প্রদান, দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন মাইলফলক

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গর্ব মর্যাদাকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন। এবার তাঁকে ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানগ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস’ - ভূষিত করলেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা। ব্রাজিল ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রে মোদীর অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে এই বিরল সম্মান প্রদান করা হয়। মঙ্গলবার ব্রাসিলিয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট লুলা নিজ হাতে মোদীর গলায় সাউদার্ন ক্রস মেডেল পরিয়ে দেন। ৫৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী ব্রাজিল সফরে গেলেনএই ঐতিহাসিক মুহূর্তে মোদীকে দেওয়া হল অসামরিক শ্রেষ্ঠ সম্মান। অনুষ্ঠানে ১১৪টি ঘোড়ার অনন্য অভ্যর্থনা মোদীর প্রতি ব্রাজিলবাসীর উষ্ণ ভালোবাসা নজর কাড়ে আন্তর্জাতিক মহলের।


সম্মান গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে মোদী বলেন, “ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া শুধু আমার জন্য নয়, ১৪০ কোটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্ব আবেগের মুহূর্ত। প্রেসিডেন্ট লুলা, ব্রাজিলের সরকার ব্রাজিলবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।‘’ তিনি আরও জানান, দুই দেশের মানুষদের মধ্যে যে গভীর বন্ধন রয়েছে, এই সম্মান তারই প্রতিফলন। ভবিষ্যতে ভারত ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোদী প্রেসিডেন্ট লুলার ভূমিকাকেও বিশেষভাবে প্রশংসা করেন, আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের সহযোগিতা বাড়াতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ। সেই উপলক্ষেই তিনি ব্রাজিলে পা রাখেন, যা নিজেই এক ঐতিহাসিক ঘটনাকারণ, দীর্ঘ ৫৭ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ব্রাজিল সফরে গেলেন। এটি ছিল মোদীর ২৬তম আন্তর্জাতিক সম্মান। সম্প্রতি, ত্রিনিদাদ টোবাগো সরকারও তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে, যা এবারই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতার হাতে উঠল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News