Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড: বন্ধ চারধাম যাত্রা, ধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম

banner

journalist Name : Ananya Dey

#Prvati Sangbad Digital Desk:

ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড। টানা বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নামার পর। তার ফলে চারধাম যাত্রা আপাতত স্থগিত ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার তীর্থযাত্রী স্থানীয় বাসিন্দারা।

প্রবল বৃষ্টিতে ভয়াবহ দুর্যোগ হিমাচলে

ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে নন্দপ্রয়াগ ভানেরপানি সংলগ্ন এলাকাও। গত পাঁচ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। এর জেরে অন্তত ২৪টি গ্রাম চামোলি উত্তরকাশী জেলার সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরকাশীর সর্বাদিয়ার পাত্তি অঞ্চলের আটটি গ্রামে রাস্তা ধসে যাওয়ায় স্থানীয়দের যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। সঙ্কটের গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। রাজ্যের বৃষ্টিপীড়িত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তিনি গুজরাত, হিমাচল প্রদেশ, রাজস্থান ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেন। কারণ, ভারী বর্ষণে ওই রাজ্যগুলিতেও বন্যা ধসের মতো সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে। কাঁওয়ার যাত্রার কথা মাথায় রেখে ঋষিকেশ বদ্রীনাথ সড়কে জোর কদমে চলছে বোল্ডার ধ্বংসাবশেষ অপসারণের কাজ। তবে প্রবল বর্ষণে উদ্ধার পরিষ্কার অভিযান ব্যাহত হচ্ছে বারবার। চামোলি জেলার পিপলকোটি, নন্দপ্রয়াগ, এবং উমাত্তা এলাকাতেও ধসের ফলে জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ। সোনপ্রয়াগের মানকাটিয়াতেও ধস নেমেছে, যার ফলে বৃহস্পতিবার থেকেই কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।


 এদিকে, আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী জুলাই পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে পর্যটক তীর্থযাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে বলেই জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ি অঞ্চলগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News