#Pravati Sangbad Digital Desk :
বেঙ্গালুরু
কর্নাটকের রাজধানী । দেশের আর
পাঁচটা রাজধানী শহরের তুলনায় কর্নাটকের এই শহরটির চেহারা,
চরিত্র ভিন্ন বৈকি। অত্যাধুনিকতায় কোনও কোনও ক্ষেত্রে দিল্লি , মুম্বইকেও ছাপিয়ে
গেছে কর্নাটকের রাজধানী। রাজ্যের কংগ্রেস শাসিত রাজ্য সরকার মনে করে বেঙ্গালুরু
নিছক একটি মহানগর নয়,
আধুনিক নগরের প্রতিশব্দ।আর এই ভাবনা থেকে
রাজধানী লাগোয়া দুটি এলাকার নামের
সঙ্গে বেঙ্গালুরু শব্দ জুড়ে দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বেঙ্গুলুরু-রুরাল বা
গ্রামীণ বেঙ্গালুরুর প্রশাসনিক নাম বদলে করা
রাখা হল বেঙ্গালুরু আরবান।
শিবকাশীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
অন্যদিকে,
উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস
সভাপতি ডিকে শিবকুমারের জেলা
রামানাগড়ার নাম বদলে করা
হল বেঙ্গালুরু দক্ষিণ। এমনিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ মুখ্যমন্ত্রী
শিবকুমারের সম্পর্ক সাপে-নেউলে। কংগ্রেস
সূত্রের খবর সিদ্দারামাইয়া নভেম্বর
পর্যন্ত নিরাপদ। তারপর গদি বাঁচাতে তাঁকে
কসরৎ করতে হবে। মুখ্যমন্ত্রী
হতে মুখিয়ে আছেন শিবকুমার। দেখা
গেল বিরোধী দল বিজেপি এবং
জনতা দল সেকুলারের আপত্তি
অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার
বৈঠকে উপমুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ করেছেন তাঁর জেলার নাম
বদলে দিয়ে। মুখ্যমন্ত্রীর দাবি, বেঙ্গালুরু নামের সঙ্গে জুড়ে আছে নগর, শিল্প,
প্রগতি। তাই দুটি এলাকাকে
রাজধানীর অন্তর্ভুক্ত করে নেওয়া হল
নাম বদলে দিয়ে। নাম
বদলের আরও এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। কর্নাটকের চিক্কাবাল্লাপুরা জেলার
একটি ব্লকের নাম বেগেপল্লি। সেটির নাম বদলে করা হয়েছে ভাগ্যনগর। অন্ধ্রপ্রদেশ লাগোয়া
বেগেপল্লির বাসিন্দাদের বেশিরভাগই তেলুগুভাষী। কর্নাটক সরকারের দাবি, পল্লি একটি তেলুগু
শব্দ। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এক সাংবাদিক বলেন, কন্নডে পল্লি
অর্থ হালেগান্নাডা, যার অর্থ প্রাচীন কর্নাটক।
সাংবাদিকের
কথায়, রুষ্ট সিদ্দারামাইয়া বলেন, আপনি এসব জানতে পারেন। আমি জানি কন্নড়ে পল্লি অর্থ
টিকটিকি। কোনও এলাকার নামের সঙ্গে টিকটিকি থাকতে পারে না। যদিও এলাকার তেলুগুভাষী
মানুষ কর্নাটক সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট। তাদের বক্তব্য, কর্নাটকে আমরা কেন নিজেদের
ভাষায় এলাকার নাম রাখতে পারব না।