Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

“পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল INS বিক্রান্ত”

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

গোটা দেশ আলো, মিষ্টি এবং বাজি দিয়ে উদযাপন করছে দীপাবলি।

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সৌভ্রাতৃত্ব ও অন্ধকার মুছে আলোর বার্তা তাঁদের।

ইতিমধ্যেই দীপাবলির আনন্দে মেতেছে গোটা দেশ। রাস্তাঘাট, বাড়ি সেজে উঠেছে আলোয়। তবে কোনও ভাবেই যাতে বায়ুদূষণ না হয়, সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টও দিল্লি এবং সংলগ্ন এলাকার জন্য বাজি সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে।

আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলি উদযাপন করতে হাজির হয়েছেন গোয়া এবং কারওয়ার উপকূলের আইএনএস বিক্রান্তে। সেখানেই নৌবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বছরের দীপাবলির অনুষ্ঠানে তাঁর বিশেষ বার্তায় প্রতিবেশী পাকিস্তানকে ফের অপারেশন সিন্দুরের কথা মনে করিয়ে দেন এবং ফের একবার কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিক্রান্ত নামটিই শত্রুর সাহসের শেষ।

গোয়া এবং কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ একটি চমৎকার দিন। এই মুহূর্তটি স্মরণীয়। আজ আমার একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে ভারত মাতার সাহসী সৈন্যদের অপরিসীম শক্তি…” অপারেশন সিঁদুরের কথা স্মরণ করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দেন মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “গত রাত আইএনএস বিক্রান্তে কাটানো, এমন এক অভিজ্ঞতা যা ভাষায় বর্ণনা করা কঠিন। তুমি তোমার গানে অপারেশন সিদুঁরকে যেভাবে বর্ণনা করেছো, সম্ভবত অন্য কেউ কখনও সেই অনুভূতি প্রকাশ করতে পারবে না যা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একজন সৈনিক প্রকাশ করতে পারে।”

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে ভারতীয় সেনা জওয়ানদের একটি দলকে নিয়ন্ত্রণরেখার কাছেই এক জায়গায় দীপাবলি উদযাপন করতে দেখা যাচ্ছে। অর্থাৎ, পাকিস্তানি সেনারা তাঁদের থেকে খুব দূরে ছিলেন না।

পাঞ্জাবি ভাষায় ভারতীয় জওয়ানদের একটি দেশাত্মবোধক গান গাইতো শোনা যাচ্ছে। যার মোটামুটি বঙ্গানুবাদ হলো, ‘আমাদের দুই ঘণ্টার দিন সরকার, শত্রুদেশকে ধোঁয়ায় পরিণত করব।’

ভারতীয় সেনার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর সদস্যরাও রবিবার রাতে রাজস্থানের জয়সলমেরের কাছে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাজি ফাটিয়ে, মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি সামরিক উৎসব দেশ
Related News