বিহারের
হাই ভোল্টেজ নির্বাচনের আগে আরজেডি নেতা
তেজস্বী যাদব সাংবাদিকদের জানিয়েছেন,
বিহারে বিরোধী জোট ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় এলে, সরকার গঠনের
২০ দিনের মধ্যে রাজ্যের সব পরিবারের অন্তত
একজন সরকারি চাকরি পাবেন। তেজস্বীর দাবি, বিহারের কোনও বাড়ি এমন
থাকবে না যেখানে চাকরি
নেই।
বিহারের
সব বাড়িতে একটি করে সরকারি
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। তাঁর দাবি ঝড়
তুলেছে বিহারের রাজনৈতিক মহলে।
পাটনায়
এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেন, “আমরা আজ এক
ঐতিহাসিক ঘোষণা করছি। অএনেকি জানতে চেয়েছেন আমরা কীভাবে বিহারকে
এগিয়ে নিয়ে যাবো। গত
২০ বছরে এই সরকার
একবারও এটা বোঝেনি বিহারের
সবথেকে বড় সমস্যা বেকারত্ব।” তাঁর
দাবি শাসক জেডিইউ এবং
তার জোটসঙ্গি বিজেপি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না। উল্টে বেকার
ভাতা দেওয়ার কথা বলছে।
নির্বাচনের প্রাক্কালে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসে। যদিও সেই প্রতিশ্রুতি সবসময় পূর্ণ হয় তা নয়। সেই কথা মাথায় রেখেই তেজস্বীর দাবি, তিনি কোনও ফাঁকা আওয়াজ দিচ্ছেন না। তথ্যের উপর ভিত্তি করেই তিনি এই দাবি করছেন।
সব
রাজনৈতিক দল তোষণের রাজনীতি
করে, প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসে
যেন বকলমে টাকা দিয়ে ভোট
কেনে!
# মিথ্যা
নির্বাচনী প্রতিশ্রুতি
রাজনৈতিক
দলগুলো নির্বাচনী ইশতেহারকে প্রহসনে পরিণত করেছে